স্যামসনকে নিয়ে ওয়ার্নের ভবিষ্যদ্বাণী

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শুক্রবার সঞ্জু স্যামসনের ঝড়ো সেঞ্চুরিতে ১৯৮ রানের বড় পুঁজি গড়েছিল রাজস্থান রয়্যালস। অবশ্য সেই লক্ষ্য পাঁচ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। হারলেও সেঞ্চুরিয়ান সঞ্জু স্যামসনের উপর বিশ্বাস রাখছেন দলটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্ন।
এই সাবেক তারকার বিশ্বাস এই বছরের মধ্যে ভারতের হয়ে সব ধরণের ক্রিকেট খেলবে স্যামসন। তিন নম্বরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় ভয়ডরহীন ব্যাটিং মুগ্ধ করেছে ওয়ার্নকে। ইতিমধ্যে তিনি দলের ভরসা হয়ে উঠেছেন বলেও মনে করেন ওয়ার্ন।

'তিন নম্বরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় ব্যাট করে চাপের মুখেও ভয়ডরহীন ইনিংস খেলতে পারে। বড় ব্যাটসম্যানের গুণ হচ্ছে, তার আগে যে নামে, তাকে ভরসা দিতে পারে যে, এর পরে ও আছে। আবার পরে যে নামবে, তার জন্যও মঞ্চটা তৈরি করে দেবে। সঞ্জু সেটা করতে পারে। আমি সত্যিই খুব আশা করছি, এ বছরের শেষে গিয়ে দেখব, সঞ্জু ভারতের হয়ে সব ধরনের ক্রিকেটে খেলছে।'
আইপিএলের এবারের আসরে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হবেন স্যামসন এমন ভবিষ্যদ্বাণীও করেছেন ওয়ার্ন। স্যামসনের পারফর্মেন্সে উন্নতির ছাপ দেখতে পাচ্ছেন তিনি। দলের প্রধান একজন ক্রিকেটার হিসেবে উঠে আসায় দারুণ আনন্দিত এই অজি কিংবদন্তী।
'আমি সব সময়েই সঞ্জু স্যামসনকে নিয়ে স্বপ্ন দেখেছি। মনে হয়েছে, ওর মধ্যে একটা এক্স-ফ্যাক্টর আছে। আবারও বলছি, আমার মনে হয়, সঞ্জু এ বার আইপিএলে ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ হবে। আশা করছি, এই মৌসুম দারুণ যাবে ওর। দারুণ উন্নতি করছে। নিজেকে দলের এক জন প্রধান ক্রিকেটার হিসেবে তুলে এনেছে।'