promotional_ad

নিষেধাজ্ঞা শেষ হওয়ার দিনেই মুখোমুখি স্মিথ-ওয়ার্নার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আইপিএলে নিজেদের উদ্বোধনী ম্যাচে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে আসরে বাজে সূচনা করেছিলো সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দ্রাবাদ।


এবার হায়দ্রাবাদে নিজেদের মাঠে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামছে দলটি। শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে রাজিব গান্ধী স্টেডিয়ামে মাঠে নামবে দলটি।


সাকিবদের জন্য সুসংবাদ, নিজেদের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে এই ম্যাচে পাচ্ছে তাঁরা। সেক্ষেত্রে দল থেকে বাদ পড়তে পারেন দলের ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো।


দলে উইকেটরক্ষক হিসেবে তাহলে দেখা যেতে পারে ঋদ্ধিমান সাহাকে। ঋদ্ধিমান সাহা দলে জায়গা করে নিলে বাদ পড়তে পারেন দিপক হুদা অথবা ইউসুফ পাঠান।



promotional_ad

হায়দ্রাবাদ দলের কম্বিনেশন অনুযায়ী সাকিবের খেলা অনেকটাই নিশ্চিত। একইসঙ্গে রশিদ খান বা ডেভিড ওয়ার্নারও নিশ্চিত চার বিদেশীর কোটায়। 


এক ম্যাচে এক হার নিয়ে পয়েন্ট তালিকার ছয় নম্বরে আছে হায়দ্রাবাদ। অপরদিকে রাজস্থান রয়্যালসও এক ম্যাচ খেলে তাতে হেরেছে, আছে পয়েন্ট তালিকার শেষ স্থানে।


তবে এই ম্যাচে আলাদাভাবে নজরে থাকবেন হায়দ্রাবাদের ওয়ার্নার এবং রাজস্থানের স্টিভ স্মিথ। বল বিকৃতির সাজা শেষ হওয়ার পর এই প্রথম পরস্পরের মোকাবেলা করবেন তাঁরা।


কেউটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল বিকৃতির ঘটনার পর এক বছরের জন্য তাঁদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।


২৯ মার্চ ছিল, তাঁদের সাজার মেয়াদের শেষ দিন। আর শেষ দিনেই আইপিএলে দেখা হচ্ছে দুই বন্ধুর।



সম্ভাব্য একাদশঃ-


সানরাইজার্স হায়দ্রাবাদঃ- ডেভিড ওয়ার্নার, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), বিজয় শঙ্কর, মানিশ পান্ডে, ইউসুফ পাঠান, সাকিব আল হাসান, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কোল।


রাজস্থান রয়্যালসঃ- আজিঙ্কা রাহানে, জশ বাটলার, সাঞ্জু স্যামসন, স্টিভ স্মিথ, বেন স্টোকস, রাহুল ত্রিপাঠি, কৃষনাপ্পা গৌতম, স্রেয়াশ গোপাল, জফরা আর্চার/ ইশ সোধি, জয়দেব উনাদকাত, ধাওয়াল কুলকার্নি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball