আইপিএল খেলছি, ক্লাব ক্রিকেট নয়ঃ কোহলি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জয়ের জন্য শেষ বলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর প্রয়োজন ছিল ৭ রানের। শেষ বলে লাসিথ মালিঙ্গা নো বল করলেও আম্পায়ারের নজর এড়িয়ে যায় তা। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক ভিরাট কোহলি।
ম্যাচ শেষে তিনি জানান, 'আমরা আইপিএল খেলছি। ক্লাব ক্রিকেট নয়। শেষ বলে আম্পায়ারের সিদ্ধান্ত বাজে ছিল। আম্পায়ারের চোখ খোলা রেখে সিদ্ধান্ত দেওয়া উচিত ছিল। এটা এক ইঞ্চির জন্য নো বল ছিল।

'যদিও ম্যাচটি অনেক আলাদা ছিল। কিন্তু এটা যদি খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাচ হতো তাহলে আমি জানিনা কি হতো। তাঁদের এটা নিয়ে আরও ভাবা উচিত ছিল।'
আম্পায়ারিংয়ে সন্তুষ্ট নন মুম্বাই ইন্ডিয়ান্স দলপতি রোহিত শর্মাও। তাঁর মতে, জাসপ্রিত বুমরাহর একটি বলকে অযাচিতভাবে ওয়াইড ঘোষণা করেছে আম্পায়াররা। ম্যাচ শেষ রোহিত জানান,
'সত্যি বলতে আমি এখনই জানতে পারলাম ওটা নো বল ছিল। এই ধরণের ভুল খেলায় গ্রহণযোগ্য নয়। এর আগের ওভারে বুমরাহর একটি বল ওয়াইড ডাকা হয়েছিল, যেটা ওয়াইড নয়।'
উল্লেখ্য, শেষ বলে মাত্র এক রান নিতে সক্ষম হয় ভিরাট কোহলির দল। পরবর্তীতে টেলিভিশন রিপ্লেতে দেখা যায় মালিঙ্গার পা দাগ অতিক্রম করেছিলো। কিন্তু শেষ পর্যন্ত আম্পায়াররা বলটিকে নো বল না দিলে ৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে মুম্বাই।
ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৮৭ রানের পুঁজি পায় মুম্বাই। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮১ রান তুলতে সক্ষম হয় কোহলির দল।