অশ্বিন ভুল কিছু করেনিঃ ডি ভিলিয়ার্স

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলে জশ বাটলারকে মানকড় আউট করে বর্তমানে তুমুল সমালোচনার মুখে পড়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। দুর্দিনে তিনি পাশে পাচ্ছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সকে।
ডি ভিলিয়ার্সের মতে, ভুল কিছুই করেননি অশ্বিন। বরঞ্চ ক্রিকেটের নিয়ম অনুযায়ী আউট করেছেন বাটলারকে। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জানান,

'অশ্বিন বাটলারকে যেভাবে মানকড় আউট করে ফিরিয়েছে তা ইতিমধ্যেই অনেক বড় বিতর্কের জন্ম দিয়েছে। এটা নিয়ে অনেক সমালোচনাও হচ্ছে।
'বাটলারের জন্য দুঃখ প্রকাশ করছি, কেননা সে তখনও রান নেওয়ার চেষ্টায় ছিল না। তবে অশ্বিনও ভুল কিছু করেনি। সে যা করেছে ক্রিকেটের নিয়ম অনুযায়ী করেছে।'
উল্লেখ্য, গত সোমবার আইপিএলের ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের ছুঁড়ে দেয়া ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করছিলো রাজস্থান রয়্যালস। কিন্তু ১৩তম ওভারের পঞ্চম বলে নন স্ট্রাইক প্রান্তে থাকা বাটলারকে কোনও প্রকার সাবধান না করেই রান আউট করে দেন বোলিংয়ে থাকা অশ্বিন।
যা কিনা ক্রিকেটের ইতিহাসে মানকড় আউট নামে পরিচিত। বিতর্কিত এই আউটের পর তুমুল সমালোচনা শুরু হয় ক্রিকেট বিশ্বে।