promotional_ad

বোলারদের নৈপুণ্যে শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতল পাঞ্জাব

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বোলারদের নৈপুণ্যে রাজস্থান রয়্যালসকে ১৪ রানের ব্যবধানে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। গেইলের তান্ডবে আগে ব্যাট করে ১৮৪ রান সংগ্রহ করেছিল পাঞ্জাব। জবাবে ১৭০ রানে থেমেছে রাজস্থানের ইনিংস।


বড় লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার আজিঙ্কা রাহানে ও জস বাটলারের ব্যাটে উড়ন্ত সূচনা পায় রাজস্থান। এই দুজনে ওপেনিং জুটিতেই যোগ করেছেন ৭৮ রান। রাহানে ২৭ রান করে ফিরলে এই জুটি ভাঙে।


দ্বিতীয় উইকেটে সঞ্জু স্যামসনকে নিয়ে আরেকটি জুটি গড়েন বাটলার। এই জুটি ভেঙেছে বাটলার নন স্ট্রাইকিং প্রান্ততে রান আউট হয়ে ফিরলে। বাটলার যতক্ষণ উইকেটে ছিলেন পাঞ্জাবের কোনো বোলারকে ছাড় দেননি।


তাঁর ব্যাট থেকে এসেছে ৬৯ রান। চতুর্থ উইকেটে ৩২ রান যোগ করেছেন সঞ্জু স্যামসন ও স্টিভেন স্মিথ। এই পর্যন্ত জয়ের পথেই ছিল রাজস্থান। কিন্তু এরপরই টম কুরান ও মুজিব উর রহমানের বোলিং তোপে ব্যাটিং বিপর্যয়ে পরে দলটি।


সেই বিপর্যয় থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি রাজস্থান। স্যামসন ও স্মিথকে নিজের শিকার বানিয়েছেন ইংলিশ অলরাউন্ডার টম কুরান। স্টোকস (৬) ও তিরিপানোকে (১) একই ওভারে ফিরিয়ে দিয়ে পাঞ্জাবকে ম্যাচে ফেরান মুজিব উর রহমান।



promotional_ad

জফরা আর্চার হয়েছেন রান আউটের শিকার। উনাদকাটকে কট এন্ড বোল্ড আউট করেছেন রাজপুত। কৃষ্ণাপ্পা গৌতমকে (৩) তিনি আউট করেছেন শামির ক্যাচ বানিয়ে। শেষদিকে শ্রেয়াশ গোপাল ১ ও কুলকারনি ৫ রান করে অপরাজিত থাকলেও দলকে জেতাতে পারেননি।


এই ম্যাচের শুরুতে টসে জিতে কিংস ইলেভেন পাঞ্জাবকে ব্যাটিংয়ে পাঠান রাজস্থান রয়্যালস দলপতি আজিঙ্কা রাহানে। ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতেই লোকেশ রাহুলকে (৪) হারিয়ে বিপদে পরে পাঞ্জাব।


এরপর মায়াঙ্ক আগারওয়ালও (২২) বেশিক্ষণ টিকতে পারেননি। তৃতীয় উইকেটে সরফরাজ খানকে নিয়ে বিধ্বংসী ব্যাটিং চালাতে থাকেন ক্রিস গেইল। তিনি আউট হয়ছেন মাত্র ৪৭ বলে ৭৯ রানের ইনিংস খেলে।


নিকোলাস পুরান অবশ্য বেশিক্ষরণ সঙ্গ দিতে পারেননি ব্যাট চালিয়ে খেলতে থাকা সরফরাজকে। তিনি ফিরেছেন ১২ রান করে। শেষ পর্যন্ত ঝড়ো ব্যাটিং করে সরফরাজ অপরাজিত থাকেন ৪৬ রান করে। মানদীপ সিংয়ের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৫ রান।


এর ফলে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রানে থামে পাঞ্জাবের ইনিংস। রাজস্থানের পক্ষে ২টি উইকেট নিলেও ৪৮ রান খরচ করেন বেন স্টোকস। একটি করে উইকেট নেন ধাওয়ান কুলকার্নি আর কৃষ্ণাপ্পা গৌতম।


সংক্ষিপ্ত স্কোরঃ



কিংস ইলেভেন পাঞ্জাবঃ ১৮৪/৪ (২০ ওভার)


(গেইল ৭৯, সরফরাজ ৪৬*; স্টোকস ২/৪৮)


রাজস্থান রয়্যালসঃ ১৭০/৯ (২০ ওভার)


(বাটলার ৬৯, স্যামসন ৩০; অশ্বিন ১/২০, মুজিব ২/৩১, কুরান ২/৫১, রাজপুত ২/৩৩)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball