promotional_ad

সাকিবের সামনে 'প্রাক্তন' কলকাতা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


আইপিএলের দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স। কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। আজ হায়দ্রাবাদের জার্সিতে খেলার জোর সম্ভাবনা আছে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের। আর নিজের প্রাক্তন দল কলকাতার বিপক্ষে জ্বলে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন তিনি নিঃসন্দেহে। 


তবে আজকের এই ম্যাচের আগে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে নিয়ে শঙ্কায় আছে হায়দ্রাবাদ দলটি। কেননা বর্তমানে কাঁধের ইনজুরিতে ভুগছেন এই কিউই তারকা। অবশ্য আজ তিনি না খেললেও খুব একটা সমস্যা দেখছেন না হায়দ্রাবাদ কোচ টম মুডি। উইলিয়ামসনের পরিবর্তে সহঅধিনায়ক ভুবনেশ্বর কুমারের ওপর আস্থা রাখছেন তিনি। ম্যাচের আগের দিন মুডি তাই জানিয়েছিলেন,    


'আমাদের পরবর্তী ম্যাচের আগে আমরা বেশ কয়েকদিন বন্ধ পেয়েছি। কাল যদি সে না খেলে তাহলে আমি দুশ্চিন্তার কিছুই দেখছি না। ভুবনেশ্বর কুমার আমাদের দলকে নেতৃত্ব দিবে, যেহেতু সে সহ অধিনায়ক।'


এদিকে হায়দ্রাবাদ শিবিরে শক্তিমত্তা বৃদ্ধি করতে যোগ দিয়েছেন গত আসরে অনুপস্থিত থাকা অস্ট্রেলিয়ান হার্ডহিটার ডেভিড ওয়ার্নার। পাশাপাশি বিদেশি তারকা ব্যাটসম্যানদের মধ্যে আরও আছেন মার্টিন গাপটিল, জনি বেয়ারস্টো এবং মোহাম্মদ নবীরা।


তবে বোলিংয়ের দিক থেকে এবারের আসরে বেশ শক্তিশালী দল হায়দ্রাবাদ। সাকিব আল হাসান ছাড়াও দলে আছেন রশিদ খান, ভুবনেশ্বর কুমার, বিলি স্ট্যানলেক, সিদ্ধার্থ কউলের মতো তারকারা। 



promotional_ad

আর সেই কারণে টুর্নামেন্ট শুরুর আগে সাবেক ভারতীয় ব্যাটসম্যান অজয় জাদেজা বোলিং আক্রমণের দিক থেকে হায়দ্রাবাদকে এগিয়ে রেখেছিলেন সবথেকে। তিনি বলেছিলেন, 'হায়দ্রাবাদের মত বোলিং আইপিএলের কোনো দলের কাছে নেই। রাশিদ আছে, সাকিব আছে তাদের দলে। পেস বোলার আছে ভালো। তাদের বোলিং নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন নেই।'


অবশ্য হায়দ্রাবাদের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স শিবিরও কম শক্তিশালী নয়। এবারের আইপিএল নিলাম থেকে কার্লোস ব্র্যাথওয়েট সহ সর্বমোট ৮ জন ক্রিকেটারকে কিনেছে তারা। অপরদিকে ১৩ জন ক্রিকেটারকে ধরে রেখেছে দলটি। 


দীনেশ কার্তিকের নেতৃত্বাধীন কলকাতা দলে বিদেশি তারকাদের মধ্যে ব্র্যাথওয়েট ছাড়াও থাকছেন ক্রিস লিন, আন্দ্রে রাসেল, সুনীল নারিনদের মতো বিশ্বমাতানো খেলোয়াড়েরা। তবে আজকের ম্যাচে মাঠে নামার আগে দলের স্পিন বোলিং অলরাউন্ডার সুনীল নারিনের খেলা নিয়ে কিছুটা শঙ্কায় আছে কলকাতা। 


কেননা আঙ্গুলের ইনজুরির কারণে গত পাকিস্তান সুপার লীগের (পিএসএল) খেলতে পারেননি এই ক্যারিবিয়ান। যদিও আজকের ম্যাচের আগে তাঁকে নেটে অনুশীলন করতে দেখা গিয়েছে। শেষ পর্যন্ত আজ তিনি খেলবেন কিনা সেটি ম্যাচ শুরুর প্রাক্কালেই জানা যাবে।  


এদিকে কলকাতার স্পিন বোলিং কোচ কার্ল ক্রো নারিনের মতো বিশ্বমানের ক্রিকেটারের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, 'তাঁর পারফর্মেন্স লেভেল সবসময় সর্বোচ্চ কোয়ালিটি বজায় রাখে, অবশ্যই তাঁর ব্যাটিংও খেলার অংশ। অ্যাকশন পরিবর্তন করেও সে তাঁর পারফর্মেন্স ধরে রেখেছে। তাঁকে কৃতিত্ব দিতেই হবে।'


হায়দ্রাবাদের থেকে বোলিংয়ের দিক থেকে শক্তিমত্তায় খুব একটা পিছিয়ে নেই কলকাতাও। কেননা দলটিতে নারিন ছাড়াও রয়েছে পীযুষ চাওলা, কুলদিপ যাদবদের মতো তারকা স্পিনাররা। একই সাথে আন্দ্রে রাসেল, কার্লোস ব্র্যাথওয়েটরা তো রয়েছেনই। সব মিলিয়ে গত আসরের রানার্স আপ হায়দ্রাবাদকে যে তারা ছেড়ে দিবে না সহজে তা সহজেই অনুমেয়।   




সানরাইজার্স হায়দ্রাবাদ স্কোয়াডঃ 


কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), মনীষ পান্ডে, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), শ্রীবৎস গোস্বামী (উইকেটরক্ষক), রিকি ভুই, দীপক হুদা,  সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, মোহাম্মদ নবী, অভিষেক শর্মা, বিজয় শঙ্কর, রশীদ খান, শাহবাজ নাদিম, ভুবনেশ্বর কুমার, বিলি স্ট্যানলেক, বাসিল থাম্পি, সিদ্ধার্থ কউল, খলিল আহমেদ, থাঙ্গারাসু নটরজান, সন্দ্বীপ শর্মা।


কলকাতা নাইট রাইডার্স স্কোয়াডঃ 


দীনেশ কার্তিক (ক্যাপ্টেন), রবিন উথাপ্পা, নিখিল নায়েক, ক্রিস লিন, নীতিশ রানা, শুভমান গিল, রিঙ্কু সিং, জো ডেনলি, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, অ্যানরিচ নর্টজে, শ্রীকান্ত মুন্ধে, কার্লোস ব্র্??াথওয়েট, পীযুষ চাওলা, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা, শিভাম মাভি, কমলেশ নাগারকোটি, লোকি ফার্গুসন, হেনরি গার্নি, পৃথ্বীরাজ ইয়ারা
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball