আইপিএলে দুইশ ছক্কার দৌড়ে তিন ভারতীয়

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কিছুদিন পরেই (২৩ মার্চ) শুরু হচ্ছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লীগ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)। এবারের আইপিএলে দুইশ ছক্কা হাঁকানোর প্রতিযোগিতায় নামবেন তিন ভারতীয় ক্রিকেটার।
তাঁরা হলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, চেন্নাই ক্রিকেটার সুরেশ রায়না এবং মুম্বাই ইন্ডিয়ান্স দলপতি রোহিত শর্মা।

এদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন ধোনি (১৮৬ টি)। এরপরেই আছেন রায়না (১৮৫)। রোহিতের ছক্কার সংখ্যা ১৮৫ টি। এই আইপিএলে এদের যে কেউ ছুঁয়ে ফেলতে পারেন দুইশ ছক্কার মাইলফলক।
তবে আইপিএলে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডটি ক্যারিবিয়ান দানব ক্রিস্টোফার হেনরি গেইলের। ইতিমধ্যেই ২৯২ টি ছক্কা হাঁকিয়ে ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছেন গেইল।
তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান আব্রাহাম বেঞ্জামিন ডি ভিলিয়ার্স। ভিলিয়ার্সের আইপিএল ছক্কার সংখ্যা ১৮৬ টি হলেও ম্যাচ কম খেলায় ধোনির উপরে আছেন তিনি।