আইপিএলের জন্য ইংল্যান্ড দলে নেই বাটলার-স্টোকস

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএল, বিশ্বকাপ এবং অ্যাশেজের আগে দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে বিশ্রামে দিচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। উইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে ইংল্যান্ডের স্কোয়াডে নেই উইকেটরক্ষক জশ বাটলার এবং অলরাউন্ডার বেন স্টোকস।
মার্চের ২৩ তারিখে শুরু হবে আইপিএল। এরপরেই শুরু হবে বিশ্বকাপ। আর বিশ্বকাপের পর অ্যাশেজ। ব্যস্ত সূচি থাকার কারণে ইংল্যান্ডের কোচের পরামর্শে উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে থাকছেন না বাটলার-স্টোকস।

ইংল্যান্ড জাতীয় দলের নির্বাচক এডওয়ার্ড স্মিথ মিডিয়ার সামনে জানান, 'আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটযে কখনোই গুরুত্ব দেই না। তবে সামনে ব্যস্ত সূচি আসছে। কোচের পরামর্শেই দুজনকে বিশ্রাম দেওয়া হচ্ছে।'
এই দলে জায়গা হয়নি ইংলিশ ওপেনার জেসন রয়েরও। সন্তান সম্ভবা স্ত্রীকে সময় দেওয়ার জন্য খেলছেন না তিনি। এদের অনুপস্থিতিতে দলে ডাক পেয়েছেন স্যাম বিলিং এবং ডেভিড মালান। বিলিংসের ডাক পাওয়া নিয়ে স্মিথ জানান,
'স্যাম খুবই আক্রমণাত্মক ক্রিকেটার। সে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে ভালবাসে। সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটই বেশি খেলে থাকে। এমনকি ইংল্যান্ডের স্কোয়াডে থাকলেও সে অনেক বেশি খেলেনি।'
ইংল্যান্ডের টি-টুয়েন্টি স্কোয়াডঃ- ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, টম কারান, জো ডেনলি, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, ডেভিড মালান, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, ডেভিড উইলি, মার্ক উড।