promotional_ad

ডিপিএলে সবচেয়ে দামি মাশরাফি-রিয়াদ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আসন্ন ডিপিএল ড্রাফটের আগে ক্রিকেটারদের মূল্য তালিকা প্রকাশ করেছে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিটন (সিসিডিএম)। এবারের আসরে সবচেয়ে বেশি মূল্যে খেলবেন মাশরাফি বিন মর্তুজা এবং মাহমুদুল্লাহ রিয়াদ। 


দুজনের মূল্যই ধরা হয়েছে ৩৫ লাখ টাকা। মাশরাফিকে অবশ্য দলে রেখে দিয়েছে আবাহনী, এছাড়া ইমরুল কায়েসকে (২৫ লাখ) রেখে দিয়েছে গাজি গ্রুপ ক্রিকেটার্স।



promotional_ad

এবারের আসরের জন্য ড্রাফটে রাখা হয়েছে ২৩৩ জন ক্রিকেটারকে। তাঁদের সাতটি ক্যাটাগরিতে ভাগ করে মূল্য নির্ধারণ করা হয়েছে।


গ্রেড (এ প্লাস)- মাহমুদুল্লাহ রিয়াদ (৩৫ লাখ), মুস্তাফিজুর রহমান (২৫ লাখ), মেহেদি মিরাজ (২৫ লাখ), নাসির হোসেন (২৩ লাখ), লিটন দাস (২৫ লাখ), এনামুল হক বিজয় (২৬ লাখ), রুবেল হোসেন (২৫ লাখ)।
 
গ্রেড (এ)- মমিনুল হক (২৩ লাখ), জহুরুল ইসলাম (২০ লাখ), মোহাম্মদ মিঠুন (২৩ লাখ), নাদিফ চৌধুরী (২০ লাখ), তাইজুল ইসলাম (২৩ লাখ), অলক কাপালি (২০ লাখ), মোহাম্মদ সাইফুদ্দিন (২২ লাখ), আব্দুর রাজ্জাক (২০ লাখ), শফিউল ইসলাম (২২ লাখ), তুষার ইমরান (২০ লাখ), মোশাররফ হোসেন (২০ লাখ), শাহরিয়ার নাফিস (২০ লাখ), রনি তালুকদার (২০ লাখ)।


গ্রেড (বি প্লাস)-  তাসকিন আহমেদ (১৮ লাখ), সাকলাইন সজিব (১৭ লাখ), মেহেদি মারুফ (১৮ লাখ), সৌম্য সরকার (১৮ লাখ), কামরুল ইসলাম (১৮ লাখ), ফরহাদ হোসেন (১৫ লাখ), সোহরাওয়ার্দি শুভ (১৬ লাখ), আবুল হাসান (১৫ লাখ), আল আমিন হোসেন (১৬ লাখ), আবু জায়েদ রাহি (১৮ লাখ), এনামুল হক জুনিয়র (১৫ লাখ), শামসুর রহমান শুভ (১৭ লাখ), সোহাগ গাজি (১৮ লাখ), মোহাম্মদ শরিফ (১৫ লাখ), মোহাম্মদ আশরাফুল (১৫ লাখ), মোক্তার আলী (১৫ লাখ), নাবিল সামাদ (১৫ লাখ), সাদমান ইসলাম (১৫ লাখ), আব্দুল মজিদ (১৭ লাখ), তাইবুর রহমান (১৬ লাখ), সৈকত আলী (১৫ লাখ), ফাজলে মাহমুদ (১৫ লাখ)।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball