আইপিএলে নতুন রঙে দেখা যাবে রাজস্থানকে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন আইপিএলে নতুন চেহারায় আসছে রাজস্থান রয়্যালস। নীল রঙের পোশাকে আইপিএলের শুরু থেকে খেলে আসা দলটিকে এবার দেখা যাবে গোলাপি পোশাকে।
মূলত রাজস্থানের জয়পুর গোলাপি শহর হিসেবেই পরিচিত। এমনকি এর আশেপাশে অন্যান্য শহরগুলোতেও আছে গোলাপি রঙের ছোঁয়া। ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়,

'গোলাপি শহর হিসেবেই পরিচিত জয়পুর। এখানকার যোধপুরে গোলাপি বেলেপাথর পাওয়া যায় আর উদয়পুরে পাওয়া যায় গোলাপি মার্বেল।
'পুরো রাজস্থান জুড়ে আছে গোলাপি রঙ। তাই রাজস্থান রয়্যালসের অফিসিয়াল রঙ গোলাপি হওয়াই স্রেয়। তাহলে ভক্তরা তাঁদের দলের উদযাপন করতে পারবে।'
নতুন রঙে দলটি ভক্তদের মন জয় করবে বলে বিশ্বাস দলটির মেন্টর শেন ওয়ার্নের। আইপিএলের প্রথম আসরে রাজস্থানকে শিরোপা এনে দেওয়া ওয়ার্ন জানান,
'আমাদের নিজেদের একটি নতুন পরিচিতি হয়ে ওঠা খুবই দরকার ছিল। দল এখন নতুন রঙে আর আমারও তা পছন্দ হয়েছে। আশা করি ভক্তরাও নতুন রঙে দলকে পছন্দ করবে।'