promotional_ad

বেজে উঠলো ফাইনালের ডঙ্কা

ছবিঃ- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ফাইনাল ম্যাচটি সন্নিকটে। শুক্রবারের ফাইনালে মুখোমুখি হচ্ছে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।


বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। গ্রুপ পর্বে মোট দুইবার মুখোমুখি হয়েছিল দল দুটি। দুইবারই জয় পেয়েছিলো কুমিল্লা।


এছাড়া মোট নয়বারের মোকাবেলায় সর্বোচ্চ পাঁচবার জিতেছে কুমিল্লাই। এদিকে এনিয়ে টানা তিনবার বিপিএল ফাইনালে খেলছে ঢাকা। ২০১৬ সালে শিরোপা জিতলেও শেষবার রংপুর রাইডার্সের কাছে স্বপ্নভঙ্গ হয়েছিল সাকিবদের।


তাই এই ফাইনালে জিতে সেই দুঃখ ঘুচাতে চাইবে সাকিব বাহিনী। পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থেকে প্লে অফে প্রবেশ করেছিলো তাঁরা। এরপর এলিমিনেটরে চিটাগং ভাইকিংস এবং দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরকে হারিয়ে ফাইনাল খেলছে তাঁরা।  



promotional_ad

অপরদিকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে প্লে অফ যাত্রা করেছিলো কুমিল্লা। প্রথম কোয়ালিফায়ারে রংপুরকে হারিয়ে ফাইনাল খেলছে তাঁরা।
  
নজর থাকবে যাদের উপরঃ-


তামিম ইকবাল (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)- জাতীয় দল অথবা বিপিএল, সব জায়গায়ই গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে মুখ্য হয়ে ওঠে তামিম ইকবালের পারফর্মেন্স। ফাইনালেও তাঁর ব্যাটে চেয়ে থাকবে দল।


সাকিব আল হাসান (ঢাকা ডাইনামাইটস)- অধিনায়ক সাকিবের পারফর্মেন্সে বরাবরই চেয়ে থাকে ঢাকা। শুধু ব্যাটে বা বলে নয় সাকিবের বিশেষত্ব গুরুত্তপূর্ন ম্যাচগুলোতে চৌকস অধিনায়কত্বে।


কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াডঃ


ইমরুল কায়েস (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ সাইফউদ্দিন, শোয়েব মালিক, আসেলা গুনারত্নে, লিয়াম ডসন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদি হাসান, জিয়া-উর রহমান, শহিদ আফ্রিদি, থিসারা পেরেরা, মোশাররফ হোসেন রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান শুভ, সঞ্জিত সাহা, এভিন লুইস, ওয়াকার সালাম খেইল, আমের ইয়ামিন, ওয়াহাব রিয়াজ।



ঢাকা ডায়নামাইটস স্কোয়াডঃ-


সাকিব আল হাসান (অধিনায়ক), শুভাগত হোম, রনি তালুকদার, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, কাজী অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহাদাত হোসেন রাজীব, নাইম শেখ, মোহর শেখ অন্তর, সুনিল নারাইন, রোভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হজরতউল্লাহ জাজাই, অ্যান্ড্রু বির্চ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball