শুরুতেই মাশরাফির ঝলক

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
ঢাকা ডায়নামাইটসঃ ২৭/১ (২.৩ ওভার)
(রনি ১১*, নারিন ১২*)
রংপুর রাইডার্সঃ ১৪২/১০ (১৯.৪ ওভার)
(বোপারা ৪৯, মিথুন ৩৮; রুবেল ৪/২৩)
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে আগে ব্যাট করে ১৪২ রানে অল আউট হয়েছে রংপুর রাইডার্স। রুবেল হোসেন একাই ৪ উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছেন রংপুরের ইনিংস।
জয়ের জন্য ঢাকার সামনে রানের লক্ষ্য দাঁড়িয়েছে ১৪৩।
শুরুতেই মাশরাফির আঘাতঃ-
১৪৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই মাশরাফির বলে ফিরেছেন ঢাকার ওপেনার উপুল থারাঙ্গা (৪)। নাহিদুল ইসলামকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।

প্রথম ইনিংসের বিবরণঃ-
টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে মারমুখি হন রংপুরের ওপেনার নাদিফ চৌধুরী। তিনি শুভাগতর করা চতুর্থ ওভারের শেষ বলে ২৭ রান করে ক্যাচ দিয়েছেন পোলার্ডের হাতে।
এরপরের ওভারের প্রথম বলে ১৫ রান করা গেইল এবং পরের বলে ০ রান করা রুশোকে ফিরিয়েছেন রুবেল হোসেন। ফলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর। চতুর্থ উইকেটে দারুণ এক জুটি গড়ে দলের সংগ্রহ বড় করতে থাকেন মিথুন ও বোপারা।
এই দুজনের ব্যাটেই রংপুরের দলীয় সংগ্রহ অর্ধশতক ছাড়ায়। মিথুন ৩৮ রান করে কাজী অনিকের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। এরপর আবারও শুরু হয় রংপুরের ব্যাটসম্যানদের আসা যাওয়া।
হাওয়েল মাত্র ৩ রান করে সাকিবের বলে লেগ বিফোরের শিকার হয়ে আউট হয়েছেন। এরপরের ওভারেই মাশরাফি রানের খাতা খোলার আগেই অনিককে উড়িয়ে মারতে গিয়ে লং অনে ক্যাচ দিয়েছেন রাসেলের হাতে।
নাহিদুল ৪ রান করে রুবেলের বলে বোল্ড হয়ে আউট হয়েছেন। ২ রান করা ফরহাদ রেজা আন্দ্রে রাসেলের বলে কট এন্ড বোল্ড আউট হয়েছেন। শফিউলকে রানের খাতা খোলার আগেই আউট করেছেন রাসেল।
শেষ দিকে, ঝড়ো ব্যাটিং করা বোপারা ৪৯ রান করে রুবেলের বলে সীমানার কাছে ক্যাচ দিলে ১৪২ রানে থামে রংপুরের ইনিংস।
ডায়নামাইটস একাদশঃ
উপুল থারাঙ্গা, সুনীল নারিন, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটরক্ষক), কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শুভগত হোম, মাহমুদুল হাসান, কাজী অনিক, রুবেল হোসেন।
রংপুর রাইডার্স একাদশঃ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ মিথুন (উইকেটরক্ষক), নাহিদুল ইসলাম, শফিউল ইসলাম, ফরহাদ রেজা, নাজমুল ইসলাম, নাদিফ চৌধুরী, ক্রিস গেইল, রবি বোপারা, রাইলি রুশো, বেনি হাওয়েল।