শঙ্কা মুক্ত মোসাদ্দেক

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
প্লে অফের আগের দিন বড় রকমের ইনজুরির সম্মুখীন হতে যাচ্ছিলেন চিটাগং ভাইকিংস ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। কিন্তু ইনজুরির শঙ্কা কেটে গিয়েছে তাঁর। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে খেলবেন এলিমিনেটরে।
গণমাধ্যমে এমন সংবাদ নিশ্চিত করা হয়েছে চিটাগং ভাইকিংসের পক্ষ থেকে। দলের ফিজিও এনাম মোসাদ্দেককে ম্যাচের জন্য ফিট ঘোষণা করেছেন।

উল্লেখ্য, এলিমিনেটরের আগের দিন (রবিবার) নেটে ব্যাটিং অনুশীলন সেরে নেওয়ার সময় পায়ে ব্যথা পান মোসাদ্দেক। ডক স্টিকের করা একটি বল সরাসরি পায়ে লাগে তাঁর।
যদিও ইয়র্কার লেন্থে আসা বলটি লেগ সাইডে ফ্লিক করে মারতে চেয়েছিলেন মোসাদ্দেক; কিন্তু ব্যর্থ হওয়াতেই আঘাত পেয়েছেন তিনি। এরপরে তাঁর পায়ে পায়ে বরফ দেয়া হয়।
পায়ের স্ক্যান করানোর পরই তাঁকে ম্যাচে খেলার উপযুক্ত মনে করছেন দলের ফিজিও এনাম। অবশ্য ইনজুরি গুরুতর মনে হয়নি মোসাদ্দেকের কাছেও।
পায়ে বরফ নেওয়ার সময়ই গণমাধ্যমের সামনে তিনি জানিয়েছিলেন, 'বরফ দিচ্ছি। আমি এখনও খেলার আশা রাখছি, আগামীকালের ম্যাচে।'