ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ঢাকার

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ১০ ম্যাচে ৫ জয়ে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে আছে ঢাকা ডায়নামাইটস। যদিও এখনও তাদের শেষ চারে যাওয়া নিশ্চিত নয়। তাই শেষ দুই ম্যাচেই জয় চায় ডায়নামাইটসরা।
ঢাকা ডায়নামাইটসের অলরাউন্ডার অ্যান্ড্রু বির্চ একথা জানিয়েছেন। ঢাকা তাদের বাকি দুই ম্যাচই খেলবে ঘরের মাঠ শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। এই দুই ম্যাচেই ভালো খেলার প্রত্যয় দলটির।

'আমরা এখনও কোয়ালিফাই করিনি। ঢাকায় এখনও আমাদের দুটি ম্যাচ আছে। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। তাই আমি মনে করছি আমরা অবশ্যই কোয়ালিফাই করবো।'
ঢাকা তাদের শেষ ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে হেরেছে ১১ রানের ব্যবধানে। এই ম্যাচে তাদের জয় পাওয়া উচিত ছিল বলে মনে করেন বির্চ। এই উইকেটে ১৭৫ রান তাড়া করা সম্ভব ছি?? বলেই বিশ্বাস তাঁর।
'এই খেলাটা আমাদের জেতা দরকার ছিল। আজ আমরা দারুণ বল করেছি তাদের ১৭০ এর মধ্যে রাখার জন্য। এই উইকেটে আমি মনে করে এই সংগ্রহ তাড়া করার মতো।'
এই ম্যাচে তারা বেশ কিছু ভুল করেছেন বলে স্বীকার করে নিয়েছেন বির্চ। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারানোকে এই ম্যাচে হারের কারণ হিসেবে দাঁড় করিয়েছেন এই অলরাউন্ডার। ঢাকায় নিজেদের মাঠে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য তাদের।
'আমাদের কিছু ভুল হয়েছে। গুরুত্বপূর্ণ সময়ে আমরা উইকেট হারিয়েছি। ঢাকায় আমাদের ঘুরে দাঁড়ানো গুরুত্বপূর্ণ এবং শুক্রবার ও শনিবার রাতে আমাদের পরিশ্রম করতে হবে।'