promotional_ad

সাকিব-রাসেলের উইকেট অমূল্য ভাইকিংসের কাছে

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


১৭৫ রানের লক্ষ্যটা ঢাকার জন্য খুব বড় ছিল না। সাকিব আল হাসান, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেলরা দলকে জয়ের অনেক কাছে নিয়ে গিয়েছিলেন। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা ম্যাচ হেরেছে ১১ রানের ব্যবধানে।


সাকিব নিজে ৪২ বলে ৫৩ রানের ইনিংস খেলেছেন। তবে উইকেট হারিয়েছেন গুরুত্বপূর্ণ সময়ে। অবশ্য সাকিবকে অন্যদিক থেকে সঙ্গ দিতে পারেননি কেউই। আন্দ্রে রাসেল ক্যামেরন ডেলপোর্টের ‘নো বলে’র কল্যাণে জীবন পেয়েও আরেকটু সময় থেকে যেতে পারেননি।



promotional_ad

২৩ বলে ৩৯ রান করে তিনিও ফিরেছেন অসময়ে। তাই চিটাগং ভাইকিংস ভাইকিংসের ব্যাটসম্যান ক্যামেরন ডেলপোর্ট জানিয়েছেন দুজনের উইকেটই তাদের কাছে সমান গুরুত্বপূর্ণ ছিল।


'দুজনই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। অবশ্যই ব্যাটিং গভীরতার কথা চিন্তা করলে রাসেল। সাকিবও শেষ পর্যন্ত টেনে নিয়ে যেতে পারত এবং আমরা যখন এদের দুজনকেই ফিরিয়ে দিলাম পোলার্ডকে আউট করার পর আমরা অনেক আনন্দিত ছিলাম।'


রাসেল এবং সাকিব, দুজনই দলকে জিতিয়ে মাঠ ছাড়ার ক্ষমতা রাখেন। সেই মূহুর্তের বিবেচনায় এই দুই তারকার উইকেটই অমূল্য। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে বেশ আনন্দিত চিটাগং শিবির।



'তাদের দুজনের উইকেটই বড়, বিশেষ করে এই ধরণের অবস্থায়। সে (রাসেল) এবং সাকিব দুজনই মারতে পারত। এটা শুধু কয়েক বলের ব্যাপার ছিল। তাই দুজনের উইকেটই বড়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball