২ উইকেট নেই সিলেটের

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
সিলেট সিক্সার্সঃ ৩৬/২ (৪.৩ ওভার)
আফিফ ১৯*
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের ৩৮তম ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে মাঠে নেমেছে রাজশাহী কিংস। এই ম্যাচের শুরুরতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেট সিক্সার্স দলপতি অলক কাপালি।

সাজঘরে রয়ঃ
আফিফ-রয়ের জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। রয় ১৩ রান করে মুস্তাফিজের বলে ক্যাচ দিয়েছেন চার্লসের হাতে।
ব্যর্থ লিটনঃ
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। তারা শুরুতেই লিটন দাসের উইকেট হারায়। লিটন ৬ বলে ১০ রান করে রাফাত সানির বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হয়েছেন। এরপর সিলেটের হাল ধরেন আফিফ ও জেসন রয়।
রাজশাহী কিংস (একাদশ):
জনসন চার্লস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, লরি ইভান্স, রায়ান টেন ডাসকাট, ক্রিশ্চিয়ান জোনকার, শাহরিয়ার নাফিস, ফজলে মাহমুদ, মেহদী হাসান (অধিনায়ক), আরাফাত সানি, জাকির হাসান, মুস্তাফিজুর রহমান।
সিলেট সিক্সার্স (একাদশ):
লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন, জেসন রয়, সাব্বির রহমান, নিকোলাস পুরান, মোহাম্মদ নওয়াজ, নাবিল সামাদ, আলক কাপালি (অধিনায়ক), সোহেল তানভীর, তাসকিন আহমেদ, এবাদত হোসেন।