দিনের সেরাঃ তামিম ইকবাল

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
চিটাগং ভাইকিংসের দেয়া ১১৭ রানের লক্ষ্য ৭ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই জয়ে বড় অবদান রেখেছেন ওপেনার তামিম ইকবাল। এই বাঁহাতির ব্যাট থেকে এসেছে অপরাজিত ৫৪ রানের ইনিংস।
ছোটো লক্ষ্যে সাবধানী শুরু করেছিলেন তামিম ও এনামুল হক বিজয়। ২৬ রানের উদ্বোধনী জুটি গড়ে এনামুল হক বিদায় নিয়েছেন পঞ্চম ওভারেই। কিন্তু তামিমের ব্যাটে ভর করে শেষ পর্যন্ত ম্যাচে ছিল কুমিল্লা।

একবারও মনে হয়নি কুমিল্লা এই ম্যাচ হারতে পারে। দ্বিতীয় উইকেটে তামিমকে যোগ্য সঙ্গ দিয়েছেন শামসুর রহমান। তামিম খেলেছেন একপ্রান্ত আগলে রেখে। দ্রুত রান তোলার দায়িত্বটা শামসুর রহমান নিজের কাঁধে নিয়েছিলেন।
৬৫ রানের দ্বিতীয় উইকেট জুটিতে তাই শামসুরের অবদানই বেশি। ২২ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৬ রান তুলে শামসুর আউট হওয়ার কিছুক্ষণ পরই ফিরে গেছেন ইমরুল কায়েস (৮)।
কিন্তু ততক্ষণে জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল (১০ রান দূরে) কুমিল্লার। এরই মধ্যে অর্ধশতক হাঁকানো তামিম ম্যাচ শেষ করে এসেছেন পেরেরাকে নিয়ে। দুজনে মিলে ১৪ বল হাতে রেখেই দলের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন।
তামিমের ৫১ বলে খেলা ৫৪ রানের ইনিংসটি ৪টি চার ও ২টি ছক্কায় সাজানো ছিল। অবশ্য এই ইনিংসের সুবাদের ম্যাচ সেরার পুরস্কার হাতে উঠেনি তামিমের। ম্যাচ সেরা হয়েছেন ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ২ উইকেট নেয়া শহীদ আফ্রিদি।
তবে, আফ্রিদি পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই বলেছেন এই পুরস্কার প্রাপ্য তামিমের। তিনি তাঁর পুরস্কারটা দিয়ে দিবেন তামিমকে। তাই নিশ্চিত ভাবেই দিনের সেরা ক্রিকেটার তামিম।