promotional_ad

সিলেট-রাজশাহীর বাঁচা-মরার লড়াই

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের ৩৮তম ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে মাঠে নামছে রাজশাহী কিংস। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বুধবার বাংলাদেশ সময় ???ন্ধ্যা সাড়ে ৬ টায়।


৭ দলের পয়েন্ট টেবিলে ৬ নম্বরে অবস্থান করছে সিলেট সিক্সার্স। ১০ ম্যাচ খেলে তাদের জয় মাত্র ৪ ম্যাচে। অন্যদিকে, ১১ ম্যাচ খেলে ৫টি ম্যাচে জিতেছে রাজশাহী কিংস। শেষ চারে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই রাজশাহী ও সিলেটের।


রাজশাহী নিজেদের শেষ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ৬ উইকেটের বড় ব্যবধানে হেরেছে। এদিকে, সিলেট সিক্সার্স তাদের শেষ ম্যাচে ৫৮ রানের বড় ব্যবধানে জিতেছে খুলনা টাইটান্সের বিপক্ষে।


ফলে এই ম্যাচে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে সিলেট। রাজশাহী চাইবে আবারও জয়ের ধারায় ফিরতে। এবারের আসরে দুই দল দ্বিতীয় বারের মতো একে অপরের মুখোমুখি হচ্ছে। 



promotional_ad

প্রথম দেখায় রাজশাহীর বিপক্ষে ৭৬ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছিল সিলেট সিক্সার্স। সেই ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রান করেছিল সিলেট। সেই লক্ষ্য তাড়া করে রাজশাহী ১০৪ রানে অল আউট হয়েছিল।


নজর থাকবে যাদের উপরঃ


আফিফ হোসেন (সিলেট সিক্সার্স): বিপিএলের শুরুর দিকে বড় সংগ্রহ না গড়তে পারলেও টুর্নামেন্টের মাঝ পথে রানের ধারায় ফিরেছেন তিনি। শেষ ম্যাচে খুলনার বিপক্ষে ৪৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। তাছাড়া, রাজশাহীর বিপক্ষে প্রথম দেখায় তাঁর ব্যাট থেকে এসেছিল ২৮ রানের ইনিংস। যা ছিল সিলেটের হয়ে দ্বিতীয় ব্যাক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। তাই এই ম্যাচেও সবার নজর থাকবে এই তরুণের উপর।


জনসন চার্লস (রাজশাহী কিংস): শেষ ম্যাচে রংপুরের বিপক্ষে ১২ রানে আউট হলেও এর আগের ম্যাচেই চিটাগংয়ের বিপক্ষে ৫৫ রানের দারুণ এক ইনিংস খেলেছেন ক্যারিবিয়ান তারকা জনসন চার্লস। সিলেটের বিপক্ষেও তাঁর ব্যাটেই তাকিয়ে থাকবে রাজশাহী।


রাজশাহী কিংস স্কোয়াডঃ-



মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), শাহরিয়ার নাফীস, মমিনুল হক, মুস্তাফিজুর রহমান, জাকির হাসান, কাইস আহমেদ, ক্রিস্টিয়ান জনকার, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি, ফজলে রাব্বি, সৌম্য সরকার, ইসুরু উদানা, লরি ইভান্স, মার্শাল আইয়ুব, কামরুল ইসলাম রাব্বি, রায়ান টেন ডেসকাট, সেকুগে প্রসন্ন, মোহাম্মদ সামি, জনসন চার্লস।


সিলেট সিক্সার্স স্কোয়াডঃ


লিটন দাস, নাসির হোসেন, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, তৌহিদ হৃদয়, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলক কাপালি, জাকির আলী, মেহেদি হাসান রানা, সোহেল তানভির, ইমরান তাহির, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ইরফান, গুলবাদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, প্যাট ব্রাউন, নিকোলাস পুরান।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball