টানা হারে স্বস্তিতে নেই চিটাগং ভাইকিংস

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ঘরের মাঠে টানা তিন ম্যাচে হেরেছে চিটাগং ভাইকিংস। পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে চট্টগ্রাম পর্ব শুরু করলেও টানা হারে তিন নম্বরে নেমে গেছে দলটি। টানা হারের বৃত্তে ঘুরপাক খাওয়ায় স্বস্তি নেই চিটাগং শিবিরে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ শেষে চিটাগং ভাইকিংস দলপতি মুশফিকুর রহীম জানিয়েছেন পরবর্তী ম্যাচেই ঘুরে দাঁড়াতে চায় তাঁর দল। কুমিল্লার বিপক্ষে হারের কারণ হিসেবে তিনি পাওয়ার প্লে'তে বাজে ব্যাটিংকে দায়ী করেছেন।

'আমরা টানা তিন ম্যাচে হেরেছি। এটা খুব ভালো অনুভূতি না। আশা করছি পরের ম্যাচেই আমরা ঘুরে দাঁড়াবো। আমরা পাওয়ার প্লেতে ভালো ব্যাটিং করিনি। আপনি যখন হারতে থাকবেন আপনি অনেক জিনিস নির্দিষ্ট করতে পারবেন।'
বৃষ্টির কারণে চিটাগং-কুমিল্লার ম্যাচের দৈর্ঘ নেমে এসেছিল ১৯ ওভারে। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৬ রানের পুঁজি গড়েছিল চিটাগং। সেই লক্ষ্য হেসে খেলে পেরিয়ে গেছে কুমিল্লা।
৩.২ ওভার ও ৭ উইকেট হাতে রেখে সেই লক্ষ্য টপকে গেছে ইমরুল কায়েসের দল। মুশফিক মনে করেন তাঁর দল বড় জুটি গড়তে ব্যর্থ হয়েছে এই ম্যাচে। ম্যাচ হারলেও বোলারদের প্রশংসায় ভাসিয়েছেন তিনি।
'জুটি তৈরি করে অনেক গুরুত্বপূর্ণ। আমাদের বোলাররা ভালো বল করেছে। আশা করছি আমাদের সবাই কালকে তৈরি থাকবে।'