ম্যাচ জমিয়ে দিলেন সিকান্দার রাজা

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
চিটাগং ভাইকিংসেঃ ১৭৫/৫ (১৭.৪ ওভার)
(সিকান্দার ২৮*, জাদরান ২* )
রাজশাহী কিংসঃ ১৯৮/৫ (২০ ওভার)
(চার্লস ৫৫, জোনকার ৩৭, ইভান্স ৩৬; খালেদ ২/৩২)
বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) শনিবার সন্ধ্যার ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৯৮ রানের পুঁজি পেয়েছে রাজশাহী কিংস। ফলে চিটাগংয়ের সামনে রানের লক্ষ্য দাঁড়িয়েছে ১৯৯ রানের।
আশার আলো সিকান্দার রাজাঃ-
সিকান্দার রাজার ব্যাটে স্বপ্ন দেখছে চিটাগং। ম্যাচ জিততে ১৪ বলে ২৪ রান দরকার দলটির।
ফিরলেন মুশফিকওঃ-
ইয়াসির ফেরার পরের ওভারেই (১৫তম) ফিরেছেন মুশফিক। তাঁর ব্যাট থেকে আসে ২২ রান। ১৬তম ওভারে মেহেদি মিরাজের দ্বিতীয় শিকারে পরিণত হন মোসাদ্দেক (১)।
দুর্দান্ত অর্ধশতকের পর ফিরলেন ইয়াসিরঃ-

এরপর অধিনায়ক মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে রান বাড়াতে থাকেন ইয়াসির। প্রতি ওভারে চার-ছক্কা হাঁকিয়ে ৩২ বলে ফিফটি তুলে নেন এই তরুণ ক্রিকেটার।
আরাফাত সানির বলে বোল্ড হয়ে ফেরার আগে ৩৮ বলে সাতটি চার ও দুইটি ছক্কায় ৫৮ রান করেন তিনি। মুশফিকের সঙ্গে এদিনে ৫৭ রানের জুটি গড়েছিলেন ইয়াসির।
শেহজাদকে অর্ধশতক বঞ্চিত করলেন মিরাজঃ-
দুর্দান্ত খেলতে থাকা শেহজাদ মাত্র ২২ বলে তিনটি চার ও পাঁচটি ছক্কায় ৪৯ রান করে ফিরে গিয়েছেন। কিংস অধিনায়ক মেহেদি হাসান মিরাজের বলে সৌম্য সরকারকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।
পাওয়ার প্লে কাজে লাগিয়েছে চিটাগংঃ-
তৃতীয় ওভার করতে এসে মারকুটে ওপেনার ক্যামেরন ডেলপোর্টকে ফিরিয়েছেন রাজশাহী কিংস পেসার মুস্তাফিজুর রহমান। উইকেটরক্ষক চার্লসকে ক্যাচ তুলে দিয়ে ফিরেছেন ডেলপোর্ট (৭)।
ডেলপোর্ট ফিরলেও পাওয়ার প্লে'তে দুরন্ত গতিতে রান তুলেছেন শেহজাদ এবং ইয়াসির আলী। পাওয়ার প্লে'তে চিটাগং সংগ্রহ করে এক উইকেটে ৬১ রান।
প্রথম ওভারেই ২২ রান শেহজাদেরঃ-
বড় লক্ষ্য তাড়া করতে নেমে আক্রমণাত্মক শুরু করেন চিটাগংয়ের আফগান রিক্রুট মোহাম্মদ শেহজাদ। কামরুল ইসলাম রাব্বির করা প্রথম ওভারে তিন ছক্কা ও এক চারে ২২ রান করেছেন তিনি।
প্রথম ইনিংসের বিবরণঃ-
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ঝড়ো শুরু পায় রাজশাহী। দুই ওপেনার সৌম্য সরকার ও জনসন চার্লস ওপেনিংয়ে যোগ করেন ৫০ রান। ব্যাট হাতে দারুণ শুরু করেও ইনিংস লম্বা করতে পারেননি সৌম্য।
তিনি ২০ বলে ২৬ রানের ইনিংস খেলে খালেদের বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। সৌম্য ফিরে গেলেও দ্বিতীয় উইকেটে লরি ইভান্সকে নিয়ে দারুণ এক জুটি গড়েন চার্লস।
এই দুজনের ব্যাটে ওভারে দলীয় শতক পূরণ হয় রাজশাহীর। দ্বিতীয় উইকেটে তারা যোগ করেছেন ৭০ রান। ইভান্সকে ব্যক্তিগত ৩৬ রানে উইকেটরক্ষক শেহজাদের ক্যাচ বানিয়ে আউট করেছেন খালেদ আহমেদ।
আর তাতেই এই জুটি ভাঙে। একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকা চার্লস ৪৩ বলে ৫৫ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হয়েছেন আবু জায়েদ রাহীর বলে। শেষ দিকে ঝড়ো ব্যাটিং করেছেন রায়ান টেনডেসকাটে আর ক্রিস্টিয়ান জোনকার।
অবশ্য ডেসকাটে চার ছক্কায় ১২ বলে ২৭ রান করে রান আউটের ফাঁদে পড়লে এই জুটি ভাঙে। জোনকার চিটাগংয়ের বোলার রবিউলের করা ইনিংসের শেষ বলে মুশফিককে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ৩৭ রান করে। আর ফজলে রাব্বি ১ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।
চিটাগং ভাইকিংস একাদশঃ-
মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), ইয়াসির আলী, ক্যামেরন ডেলপোর্ট, সিকান্দার রাজা, মুশফিকুর রহিম (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোসাদ্দেক হোসেন, নাঈম হাসান, খালেদ আহমেদ, রবিউল হক, আবু জায়েদ।
রাজশাহী কিংস একাদশঃ-
লরি ইভান্স, সৌম্য সরকার, ফজলে মাহমুদ, জনসন চার্লস (উইকেটরক??ষক), মমিনুল হক, রায়ান টেন ডেসকাটে, ক্রিশ্চিয়ান জনকার, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), আরাফাত সানি, কামরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।