promotional_ad

আমি দুর্ভাগাঃ আশরাফুল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলতি বিপিএলের আসরে এখন পর্যন্ত মাত্র দুটি ম্যাচ খেলা মোহাম্মদ আশরাফুল নিজেকে দুর্ভাগা হিসেবে অভিহিত করেছেন। টিম কম্বিনেশনের কারণে আর ম্যাচ খেলার সুযোগ না পাওয়া এই ভাইকিংস ব্যাটসম্যান জানিয়েছেন পাঁচ বছর পর বিপিএলে খেলতে এসে এভাবে বাদ পড়াটা আসলেই দুর্ভাগ্যজনক।


চিটাগাং ভাইকিংসের জার্সিতে প্রথম দুই ম্যাচে খেলতে নেমে যথাক্রমে ৩ এবং ২২ রান করেছিলেন আশরাফুল। এরপর তাঁর জায়গায় খেলানো হয়েছে ২২ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান ইয়াসির আলি চৌধুরীকে। 


খুলনা টাইটান্সের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে নেমেই ৩৪ বলে ৪১ রানের ঝলমলে একটি ইনিংস খেলার মাধ্যমে আস্থার প্রতিদানও দিয়েছেন ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার ইয়াসির। তরুণ এই ব্যাটসম্যানের কাছে জায়গা হারানোর পর আশরাফুল বলেছেন,  



promotional_ad

‘আমি একটু দুর্ভাগা তো বটেই। পাঁচ বছর পর এখানে এসেছিলাম, এটা একটা বড় প্লাটফর্ম। আমার জন্য একটু দুর্ভাগ্যই আমি মনে করি, দ্বিতীয় ম্যাচ পরেই দলের কম্বিনেশনের জন্য আমি আর খেলতে পারছি না।'


বিপিএলে সাধারণত যারা নিয়মিত খেলার মধ্যে থাকেন তাদেরকেই বেশি অগ্রাধিকার দেয়া হয়। দীর্ঘ পাঁচ বছর পর বিপিএলে খেলতে এসে এই বিষয়টি বেশ ভালোভাবে উপলব্ধি করতে পেরেছেন আশরাফুল। অবশ্য এরপরেও আশায় বুক বেঁধে আছেন সুযোগ পাওয়ার। সাংবাদিকদের তিনি বলেছেন, 


'প্রতিযোগিতা তো সবসময়ই ছিল। আগেও ছিল এখনও। ঘরোয়া ক্রিকেটে আমরা প্রায় ১৮০ জন ক্রিকেটার খেলি। আর বিপিএলে আমাদের প্রতি দলে নেয় ১২ জন করে। আর খেলার সুযোগ পায় ৭ জন করে। এখানে সুযোগ আসলে যারা নিয়মিত খেলে তাদেরই বেশি থাকে। তারপরও অপেক্ষা করছি, যদি একটা সুযোগ পাই।' 


উল্লেখ্য ব্যাট হাতে আশরাফুলের স্থলাভিষিক্ত ইয়াসির আলি এখন পর্যন্ত ৫ ম্যাচে ১১৭ রান সংগ্রহ করেছেন। খুলনার বিপক্ষে ২২তম ম্যাচে ৩৬ বলে ৫৪ রানের দারুণ একটি ইনিংস খেলেছিলেন তিনি। এখন পর্যন্ত সবমিলিয়ে মোট ১২টি টি টুয়েন্টি ম্যাচ খেলেছেন ইয়াসির। যেখানে ২২.৯০ গড়ে তাঁর সংগ্রহ ২২৯ রান। হাঁকিয়েছেন ২টি অর্ধশতক।



দেশের ঘরোয়া ক্রিকেটেও দারুণ সফল এই ডানহাতি ব্যাটসম্যান। ৪৬টি প্রথম শ্রেণীর ম্যাচে ৪৯.৩৪ গড়ে ৩০১০ রান সংগ্রহ করেছেন তিনি। তাঁর রয়েছে ৬টি শতক এবং ১৯টি অর্ধশতক। এছাড়াও লিস্ট 'এ' ক্রিকেটে ৫০ ম্যাচে ৩৩.৩৬ গড়ে ১২৬৮ রান নিয়েছেন তিনি। যেখানে ১টি শতকসহ ৯টি অর্ধশতক রয়েছে তাঁর।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball