promotional_ad

বিদেশীদের কাছে শিখছে তো তরুণরা?

ছবিঃ- বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বিপিএলের মতো আসরে ফ্র্যাঞ্চাইজিগুলোতে বরাবরই তরুণ আর অভিজ্ঞ ক্রিকেটারের সংমিস্রন থাকে। বিদেশী অভিজ্ঞ ক্রিকেটারদের অনেক কাছ থেকে দেখার বা তাঁদের কাছ থেকে কিছু শেখার সুযোগ থাকে দেশীয় তরুণ ক্রিকেটারদের। 


কিন্তু আদৌ কি বিদেশী ক্রিকেটাররা তরুণদের শেখানোর মতো মানসিকতা রাখেন? রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বিদেশী ক্রিকেটারদের বন্ধুসুলভ হিসেবেই দেখছেন। খুলনার বিপক্ষে জয়ের পর গণমাধ্যমকে জানান,


'তাঁরা অনেক বন্ধুসুলভ, কেউ যদি জানতে না চায় তাহলে কেউ তো নিজ থেকে সে বলবে না। আমাদের দায়িত্ব ওদের কাছ থেকে কিছু শেখা। এবি ডি ভিলিয়ার্সের মত প্লেয়ার আছে ড্রেসিং রুমে। শুধু আমাদের দলের ক্রিকেটাররা, তা না। 



promotional_ad

'অন্যান্য দলের ক্রিকেটাররা যদি কিছু জানতে চায়, শিখতে চায়, অবশ্যই ওরাও সেখাবে। যদি কেউ জানতেও চায়, অন্যান্য দলের কেউ আমাদের কাছে এসে বললে আমরাও সাহায্য করতে পারি। কিছু জানতে চাইলে ওরা প্রস্তুত আছে।'


তরুণ টাইগার ক্রিকেটারদের মধ্যে যারা বিপিএল খেলছেন তাঁদের অনেকেরই আগ্রহ আছে বিদেশী ক্রিকেটারদের থেকে শেখার। সিলেট সিক্সার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার থেকে সাব্বির রহমানকে দীক্ষা নিতে দেখেছেন মাশরাফি।


বিষয়টিকে দারুণ ইতিবাচকভাবে নিয়েছেন রংপুর অধিপতি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানিয়েছেন,


'শেখা বিষয়টি এক এক জনের কাছে এক এক রকম। আমাদের দলের কথা বলব না। ডেভিড ওয়ার্নারের সাথে সাব্বির অনেক কথা বলেছে। আমি মাঠেও দেখেছি ওকে সাহায্য করছে। এই ধরনের সাহায্য একটা অফ ফর্মের ক্রিকেটারের জন্য ভালো সুযোগ। 



'আমাদের বাংলাদেশি ক্রিকেটারদের জন্য দারুণ সুযোগ। এরা এমন না যে শুধু টি-টুয়েন্টি ক্রিকেটেই সফল। এখানে অনেক ক্রিকেটার খেলছে যারা সারা দুনিয়ায় পারফর্ম করে এবং টেস্ট ওয়ানডে টি-টুয়েন্টি সব কিছুতেই।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball