আইপিএলে খেলতে পারবেন ওয়ার্নার?

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কনুইয়ের ইনজুরির কারণে বিপিএল শেষ হয়ে গেলেও আগামী আইপিএলের আসরে খেলার সম্ভাবনা আছে অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের।
কেননা তাঁর ইনজুরিটি খুব বেশি গুরুতর নয় বিধায় অপারেশনের পর দ্রুতই পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করে মাঠে ফিরতে পারবেন তিনি।
ফলে মার্চে অনুষ্ঠিতব্য আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলার জোর সম্ভাবনা থাকছে তাঁর। জানা গিয়েছে সবকিছু ঠিক থাকলে আজ মেলবোর্নে অপারেশন হবে ওয়ার্নারের।

২০১৬ সালে ওয়ার্নারের নেতৃত্বে প্রথমবারের মতো শিরোপা জিতেছিলো হায়দ্রাবাদ। সুতরাং ১১৪টি আইপিএল ম্যাচে ৪০১৪ রান সংগ্রহ করা এই ব্যাটসম্যানকে ফিরে পাওয়ার জন্য মুখিয়েই থাকবে ফ্র্যাঞ্চাইজিটি।
তবে মুদ্রার উল্টো পিঠ আরেক অস্ট্রেলিয়ান স্টিভ স্মিথের ক্ষেত্রে। একই ইনজুরিতে বিপিএল থেকে ছিটকে পড়লেও সাবেক এই অধিনায়কের চোটটি বেশ গুরুতর বলে জানা গিয়েছে।
গত সপ্তাহেই কনুইয়ে অপারেশন সম্পন্ন হয়েছে স্পিথের। চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী আগামী ছয় সপ্তাহ তাঁকে ব্যান্ডেজ পরিহিত অবস্থাতে থাকতে হবে। এরপর মাঠে ফেরার জন্য শুরু হবে তাঁর পুনর্বাসন প্রক্রিয়া।
এদিকে এরই মধ্যে আগামী পাকিস্তান সুপার লীগের (পিএসএল) আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এই অস্ট্রেলিয়ান। তবে আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে তাঁর খেলা হবে কিনা সেটি এখনও অনিশ্চিত।
উল্লেখ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে ওয়ার্নার এবং স্মিথের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে চলতি বছরের ২৮শে মার্চে। এরপর সব ধরণের ক্রিকেটে খেলতে বাঁধা থাকবে না তাঁদের।