টস জয় সাকিবের

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) সোমবার সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হচ্ছে ঢাকা ডায়নামাইটস এবং চিটাগং ভাইকিংস। সন্ধ্যা ৬.৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
ম্যাচটিতে ইতিমধ্যে টসে জিতেছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

দুই দলের সাম্প্রতিক পারফর্মেন্স বেশ ভালো। ছয় ম্যাচে পাঁচ জয় নিয়ে বিপিএল পয়েন্ট তালিকার শীর্ষে আছে ঢাকা। অপরদিকে পাঁচ ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয়তে আছে চিটাগং ভাইকিংস।
ঢাকা ডায়নামাইটস স্কোয়াডঃ- সাকিব আল হাসান (অধিনায়ক), শুভাগত হোম, রনি তালুকদার, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, কাজী অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহাদাত হোসেন রাজীব, নাইম শেখ, আলিস ইসলাম, মোহর শেখ অন্তর, সুনিল নারাইন, রভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হজরতউল্লাহ জাজাই, অ্যান্ড্র বার্জ ও ইয়ান বেল।
চিটাগং ভাইকিংস স্কোয়াডঃ- মুশফিকুর রহিম (অধিনায়ক), সানজামুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, আহমেদ আবু জায়েদ রাহি, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ আশরাফুল, রবিউল হক, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, নিহাদুজ্জামান, সাদমান ইসলাম, সিকান্দার রাজা, লুক রনকি, মোহাম্মদ শাহজাদ, নজিবুল্লাহ জাদরান, রবি ফ্রাইলিংক, ক্যামেরন ডেলপোর্ট ও দাসুন শানাকা।