১০ নম্বরে ব্যাট করতেও রাজি সোহান

ছবি: নুরুল হাসান সোহান

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের আগে নামীদামী তারকাদের নিয়ে দল গড়েছে ঢাকা ডায়নামাইটস। দলটিতে উইকেটরক্ষক ব্যাটসম্যানের ভূমিকায় আছেন নুরুল হাসান সোহান।
তারকা ব্যাটসম্যানদের ভিড়ে টপ অর্ডারে ব্যাটিং করার সুযোগ হচ্ছে না তাঁর। সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে তিনি জানিয়েছেন দলের জন্য ১০ নম্বরে ব্যাট করতেও সমস্যা নেই তাঁর।

'আমি দেখেছি যে টিমের চিন্তা না করে নিজের চিন্তা করলে আমার জন্য ভালো হয়না। আমি ওই চিন্তা করি নি। আমার ভেতরের টিমের দরকারটাই সবার আগে আসে। দলের জন্য ১০ নম্বরে ব্যাট করলেও আমার কোনো অসুবিধা নেই।'
বিপিএলের এবারের আসরে নিয়মিতই মিডেল অর্ডার ও লোয়ার অর্ডারে ব্যাট করছেন সোহান। দলের প্রয়োজনে ব্যাটিং করেছেন ৯ নম্বরেও। তাছাড়া, ৭ ও ৮ নম্বর জায়গায় নেমেছেন কয়েক ম্যাচে।
ব্যাটিং পজিশন নিয়ে চিন্তা না করে ধারাবাহিকতা ধরে রেখে পারফর্মেন্স করাই গুরুত্বপূর্ণ বলে মনে করেন সোহান। তাছাড়া, ম্যাচে মাত্রা ছাড়া আত্মবিশ্বাসী না হওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।
'আমার কাছে মনে হয় ধারাবাহিকতা রক্ষা করে পারফর্ম করতে পারা গুরুত্বপূর্ণ, সেই চেষ্টা করি। আজ করলাম কাল আবার মিস হয়ে যেতে পারে। মিস হবেই, এটাই স্বাভাবিক। চিন্তা থাকে ওভার কনফিডেন্ট না হওয়া, এটা আমার জন্য খারাপ জিনিস। আমি নিজেকে নিজের জায়গায় রাখি। আজ যা করতে পেরেছি কালও যেন সেটা করতে পারি।'