মোমেন্টামের অপেক্ষায় খুলনা টাইটান্স

ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দৃশ্যত মনে হচ্ছে খুলনা টাইটান্সের বিপিএল যাত্রা এবারই শেষ, কিন্তু দলের ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা মনে করছেন মোমেন্টাম খুঁজে পেলে আসরের বাকী ম্যাচগুলো জিতে প্লে অফের লড়াইয়ে যাওয়া সম্ভব খুলনার।
আপাতত সাত ম্যাচে একটি জয় খুলনার, পয়েন্ট টেবিলে একেবারেই তলানিতে অবস্থান। আসরে আর পাঁচটি ম্যাচ খেলবে খুলনা টাইটান্স। শনিবারের ম্যাচ শেষে মালিঙ্গা জানান,
'আমাদের এখন ম্যাচ বাই ম্যাচ দেখতে হবে। ঢাকায় আমাদের মোমেন্টাম খুঁজে পাওয়াটা জরুরী। আমি জানি না সম্ভাবনা আছে কিনা (প্লে অফের)। আমাদের একটি ম্যাচ জেতা জরুরী। তাহলে আমরা পরের ম্যাচগুলোও জিততে পারি।'

শনিবারের ম্যাচে ১২ ওভারের সময় চিটাগংয়ের সংগ্রহ ছিল দুই উইকেটে ১১১ রান। সেখান থেকে দলটি করেছে চার উইকেটে ২১৪ রান। ডেথ বোলিংয়ে খুলনার বোলারদের ব্যর্থতার কথা উল্লেখ করে মালিঙ্গা জানান,
'এটা খুব বাজে অবস্থা ছিল। প্রথম ইনিংস শেষে বল করা অনেক কঠিন ছিল। আমি মনে করি আমরা প্রথম ১২-১৩ ওভার ভালো করেছি। এরপর নিজেদের ঠিকভাবে প্রয়োগ করা কঠিন হয়ে গিয়েছিল।
'আমাদের এই অবস্থার সুবিধা আদায় করতে হবে। আমাদের দিক থেকে ২০-২৫ রানের মতো আমরা অতিরিক্ত দিয়েছি। এটা না দিলেই সহজ হতো।'
একইসঙ্গে ব্যাটিং বান্ধব উইকেটে টপঅর্ডার রান না পাওয়াকেও ম্যাচ হারের কারণ হিসেবে দায়ী করছেন খুলনার এই লঙ্কান রিক্রুট। ম্যাচে দ্রুত উইকেট পতন নিয়ে মালিঙ্গার বক্তব্য,
'এমন উইকেটে আমরা জুটি গড়তে পারিনি যা দুঃখজনক। প্রথম দিকেই ১৫ রানে তিন উইকেট (১৮ রানে) হারাই আমরা। আমাদের শুরুতেই ভালো জুটি গড়া উচিত ছিল। তাহলে ম্যাচটা ২৬ রানে হারতাম না।'