স্থানীয়দের পারফর্মেন্স নিয়ে সন্তুষ্ট রোডস

ছবি: স্টিভ রোডস

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
কদিন পরেই নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ দল। আসন্ন এই সফরের দল ঘোষণা হতে পারে চলতি সপ্তাহেই। তাই নির্বাচক-কোচ সবার চোখ বিপিএলে। বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস সিলেটের মাঠে বসে দেখছেন ক্রিকেটারদের পারফর্মেন্স।
বেশ কয়েকজন স্থানীয় ক্রিকেটারের পারফর্মেন্সে দারুণ সন্তুষ্ট তিনি। এই টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধে স্থানীয় ক্রিকেটারদের কাছ থেকে আরও পারফর্মেন্স আশা করেন এই টাইগার কোচ।

'আর স্থানীয়দের পারফর্মেন্স উঠানামা করছে। বোলাররা ভালো করেছে। তাসকিন, শফিউল ভালো করেছে। স্পিনাররা ভালোই করেছে সবাই, যা আমাদের স্পিন বোলিংয়ের গভিরতার প্রমাণ রাখে। ব্যাটসম্যানদের মধ্যে, লিটন ভালো করেছে সেদিন। মুশফিক রান চেইজে দারুণ খেলেছে। স্থানীয় ক্রিকেটারদের জন্য এটা সবসময় সহজ না কারণ তারা অনেকসময় সুযোগ পায় না, এখানে অনেক আন্তর্জাতিক তারকা রয়েছে। কিন্তু যারা খেলছে টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধে আমি আরও পারফর্মেন্স আশা করছি। যা সত্যি ভালো, আসলেই ভালো।'
বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেয়ার পর, কোনো টি-টুয়েন্টি টুর্নামেন্ট নিজ চোখে পরখ করার সুযোগ হয়নি রোডসের। বিপিএল দিয়ে তিনি সেই সাধ মিটিয়েছেন। এখন পর্যন্ত বিপিএলে বেশ কয়েকটি ম্যাচ হয়েছে টানটান উত্তেজনার।
সব মিলিয়ে বিপিএল পাশ করেছে রোডসের কাছে। এই টুর্নামেন্টে কোনো দলকে কম শক্তিশালী বলে মনে করেন না রোডস। এই টুর্নামেন্টে যেকোনো দলই ভালো করতে পারে বলে বিশ্বাস তাঁর।
'প্রথমত, এটা আমার প্রথম সুযোগ, বাংলাদেশে কোনো টি-টুয়েন্টি প্রোগ্রাম কাছ থেকে দেখার। এখন পর্যন্ত টুর্নামেন্টটি উত্তেজনায় ভরা ছিল। ভালো ক্রিকেট হয়েছে এখন পর্যন্ত। মাঝে মাঝে ভালো উইকেট ভালো ক্রিকেটকে সাহায্য করে। উইকেট আবার খুব ভালো না হলে ম্যাচ হচ্ছে চমকপ্রদ, টানটান উত্তেজনাময় ম্যাচ। সব মিলিয়ে টুর্নামেন্ট চমক জাগাচ্ছে। এখন যে কোনো দল ভালো করতে পারে।'