নিলামে উঠছে রাজস্থানের মালিকানা

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১২তম আসরের আগে রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজির অর্ধেক মালিকানা নিলামে তোলা হচ্ছে। ভারতীয় বোর্ডের (বিসিসিআই) সূত্রে এমনটা জানা গিয়েছে।
বিসিসিআইয়ের বরাত দিয়ে সংবাদ মাধ্যম পিটিআই জানিয়েছে, আইপিএলের আগামী আসরে ফ্র্যাঞ্চাইজিকে আরও অর্থ যোগান দিতে নতুন মালিকানা খুঁজছে সংশ্লিষ্টরা।

'রাজস্থান তাঁদের বেশীরভাগ অংশ বিক্রি করে দিচ্ছে। নিলামে যে সর্বোচ্চ দাম দিবে, সেই বাকী অংশের মালিক হবে। আমরা শুনেছি প্রায় ৫০ ভাগই বিক্রি করছে তাঁরা। শহরের বড় ব্যবসায়ীরা মালিকানা কিনতে অনেক আগ্রহ দেখিয়েছে।'
এদিকে আগামী আইপিএলের আগে কিছুটা দুশ্চিন্তায় আছেন রাজস্থান। দলের নেতৃত্বভার নেওয়ার কথা স্টিভ স্মিথের থাকলেও এই মুহূর্তে ইনজুরিতে তিনি।
ডান কনুইয়ের লিগামেন্টের ইনজুরির অপারেশন করার পর অন্তত ছয় সপ্তাহের জন্য বিশ্রামে থাকবেন স্মিথ। এরপর রিহ্যাব শুরু তাঁর। অর্থাৎ লম্বা সময়ে মাঠে ফিরতে পারবেন না সাবেক অজি অধিনায়ক।
একারণে মার্চের ২৩ তারিখ থেকে শুরু হওয়া আইপিএলের শুরুর ভাগে নাও খেলতে পারেন স্মিথ। আইপিএল উপলক্ষে দক্ষিণ আফ্রিকান কোচ প্যাডি আপটনকে প্রধান কোচের দায়িত্বও দিয়েছে তাঁরা।