ব্যর্থ সাব্বির

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
সিলেট সিক্সার্সঃ ১৫/৬ (৭ ওভার)
কাপালী ১*,তানভির ০*
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে সিলেট পর্বে নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামছে সিলেট সিক্সার্স। এবারের আসরে এটি দুই দলের দ্বিতীয় সাক্ষাৎ।
প্রথম দেখায় ৪ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছিল কুমিল্লা। ইতিমধ্যে এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলপতি ইমরুল কায়েস।

ব্যর্থ সাব্বিরঃ
পাওয়ার প্লে শেষে ৬ রান করা সাব্বির রহমানকে সাজঘরে ফিরিয়েছেন ডসন।
পাওয়ার প্লে'তে ব্যর্থ সিলেটের টপ অর্ডারঃ
নিয়মিত উইকেট পতনের ফলে পাওয়ার প্লে'র ৬ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেট হারিয়ে মাত্র ১৬ রান।
বাজে শুরু সিলেটেরঃ
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই দলীয় ৪ রানে ফ্লেচার মেহেদী হাসানের বলে বোল্ড হয়ে আউট হয়েছেন। একই ওভারের পঞ্চম বলে রানের খাতা খোলার আগেই ওয়ার্নার ফিরলে বিপর্যয়ে পড়ে সিলেট। বেশিক্ষণ টিকতে পারেননি আফিফ হোসেনও।
তিনিও রানের খাতা খোলার আগে ফিরেছেন দ্বিতীয় ওভারের শেষ বলে। নিকোলাস পুরান ৩ বলে কোনো রান না করে সাইফুদ্দিনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হলে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। লিটন দাস মাত্র ৬ রান করে লিয়াম ডসনের বলে শর্টে ক্যাচ দিয়েছেন ওয়াহাব রিয়াজের হাতে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশঃ
এনামুল হক (উইকেটরক্ষক), তামিম ইকবাল, ইমরুল কায়েস (অধিনায়ক), থিসারা পেরেরা, শামসুর রহমান, শহীদ আফ্রিদি, লিয়াম ডসন, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান, জিয়াউর রহমান।
সিলেট সিক্সার্স একাদশঃ
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক) লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন, আন্দ্রে ফ্লেচার, সাব্বির রহমান, নিকোলাস পুরান, আলক কাপালী, সোহেল তানভীর, তাসকিন আহমেদ, নাবিল সামাদ চৌধুরী, আল আমিন হোসেন।