বিপিএল থেকে বাদ বেস্ট, আসছেন মরিসন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের শুরু থেকেই আলোচনায় ছিল ধারাভাষ্যকারদের নিম্নমানের ধারাভাষ্য ও ব্রডকাস্টিংয়ে হাস্যকর ভুল। এবার বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
প্রথম পর্ব শেষে আয়োজন নিয়ে সন্তুষ্ট তারা। তবে, বিতর্কিত ধারাভাষ্যের জন্য এরই মধ্যে অব্যহতি দেয়া হয়েছে সাবেক ক্যারিবিয়ান বোলার ও বর্তমান ধারাভাষ্যকার টিনো বেস্টকে। সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে একথা নিশ্চিত করেছেন টেকনিক্যাল কমিটির সদস্য জালাল ইউনুস।

'গত বছর আমরা যেভাবে জনসমাগম করতে পেরেছিলাম, সেই ধরণের সমাগম এবার হয়ত দেখিনি। এটার মূল কারণ হতে পারে, নির্বাচন মাত্র শেষ হয়েছে এই কারণে। এটার একটা প্রভাব আছে এখনও। আমরা চেষ্টা করছি কিভাবে আরও ভালো কিছু করা যায়। সে কারণে টিনো বেস্টকে বাদ দেয়া হয়েছে।'
বেস্ট ঢাকা ডায়নামাইটকে ঢাকা রাইডার্স, মাশরাফি বিন মর্তুজাকে মুশরাহ মুর্তজা, মুশফিকুর রহিমকে মুশিকার রহিম বলে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের দ্বারা সমালোচিত হয়েছিলেন।
ধারণা করা হচ্ছে তাঁর জায়গা পূরণ করতে বিপিএল মাতাবেন জনপ্রিয় ধারাভাষ্যকার ড্যানি মরিসন। তাছাড়া, মঙ্গলবার থেকে শুরু হওয়া সিলেট পর্বে যুক্ত হতে পারে জিংবেল প্রযুক্তি।