যাচ্ছেন হাফিজ, আসছেন প্রসন্ন

ছবি: হাফিজ ও প্রসন্ন

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেণ্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে রাজশাহী কিংসের হয়ে খেলেছেন পাকিস্তানী অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। তবে নামের প্রতি সুবিচার করতে পারননি। চার ম্যাচে তিনি ব্যাট হাতে করেছেন ৭৭ রান।
সর্বোচ্চ ২৯। তাছাড়া স্পিন বোলিংয়ে নিয়েছেন ৩টি উইকেট। বিপিএলের এবারের আসরে রংপুরের বিপক্ষে শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে সিরিজের দলে আছেন হাফিজ।

প্রোটিয়াদের বিপক্ষে খেলতে রবিবারই বাংলাদেশ ছাড়বেন তিনি। তাঁর পরিবর্তে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর মাতাতে আসছেন লঙ্কান অলরাউন্ডার শেকুগে প্রসন্ন।
ক্রিকফ্রেঞ্জির সাথে আলাপকালে এমনটাই নিশ্চিত করেছেন রাজশাহী কিংসের মিডিয়া ম্যানেজার অম্লান মুস্তাকিম। প্রসন্ন এর আগেই বেশ কয়েকবার বিপিএল মাতিয়েছেন।
গত আসরে নাম লিখিয়েছিলেন খুলনা টাইটান্সে। এর আগে ঢাকা ডায়নামাইটস ও বরিশাল বুলসের হয়ে খেলেছেন। ক্যারিয়ারে ১২৭ টি টি টুয়েন্টি ম্যাচ খেলে ব্যাট হাতে তিনি করেছেন ১৩৬৩ রান।
আর বল হাতে তাঁর শিকার ১০১টি উইকেট। ফলে বলাই যাচ্ছে প্রসন্নর অন্তর্ভূক্তি দলটির শক্তি বাড়াবে নিশ্চিত। ইতিমধ্যে রাজশাহী কিংস এবারের আসরে ৪টি ম্যাচ খেলেছে ২টি ম্যাচে জয় পেয়েছে তারা।