পেরেরার ঝড়ে চ্যালেঞ্জিং সংগ্রহ কুমিল্লার

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ-
কুমিল্লা ভিক্টোরিয়ান্সঃ- ১৮৩/৫ (২০ ওভার)
(পেরেরা ৭৪*, লুইস ৩৮; খালেদ ৩/৩৪ )
বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) রবিবার দিনের দ্বিতীয় ম্যাচে থিসারা পেরেরার ঝড়ো ইনিংসের সুবাদে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে পাঁচ উইকেটে ১৮৩ রান করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
টসে হেরে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে শুন্য রানে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল। রবি ফ্রাইলিঙ্কের বলে উইকেটরক্ষক মোহাম্মদ শেহজাদকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।
এরপর উইকেটে এসে থিতু হওয়ার চেষ্টায় ছিলেন এনামুল হক বিজয় (১০)। কিন্তু আবু জায়েদ রাহির বলে ফ্রাইলিঙ্ককে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।

দুই উইকেট হারানোর পরে প্রতিরোধ গড়ার চেষ্টায় ছিলেন অধিনায়ক ইমরুল কায়েস এবং এভিন লুইস জুটি। ২১ বলে তিনটি চার ও একটি ছক্কায় ২৪ রান করে খালেদ আহমেদের বলে বোল্ড হয়ে ফিরে যান ইমরুল।
তার এক বল পরেই পায়ে টান খায় একপাশ আগলে রাখা লুইসের। রিটায়ার্ড হার্ট হয়ে বিদায় নেওয়ার আগে তিনি করেছেন ৩৪ বলে চারটি ছক্কায় ৩৮ রান।
একই ওভারের পঞ্চম বলে লিয়াম ডসনকে (২) বোল্ড করে ফিরিয়েছেন খালেদ। নিজের পরের ওভারে শহীদ আফ্রিদিকে (২) হিট উইকেটের মাধ্যমে ফিরিয়েছেন খালেদ।
৮৬ রানে পাঁচ উইকেট হারানো দলটিকে পথ দেখিয়েছেন থিসারা পেরেরা। ২০ বলে ফিফটি হাঁকানো পেরেরা শেষ পর্যন্ত করেছেন ২৬ বলে অপরাজিত ৭৪ রান। তিনটি চার এবং আটটি ছক্কা হাঁকিয়েছেন তিনি।
সঙ্গী মোহাম্মদ সাইফুদ্দিন করেছেন ১৯ বলে দুটি চার ও একটি ছক্কায় অপরাজিত ২৬ রান।
কুমিল্লা ভিক্টোরিয়ানস একাদশঃ
তামিম ইকবাল, এভিন লুইস, ইমরুল কায়েস (অধিনায়ক), এনামুল হক (উইকেটরক্ষক), শহীদ আফ্রিদি, লিয়াম ডসন, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান, আবু হায়দার রনি, জিয়াউর রহমান, মেহেদি হাসান, থিসারা পেরেরা।
চিটাগাং ভাইকিংস একাদশঃ
মুশফিকুর রহিম (অধিনায়ক), আবু জায়েদ রাহি, ক্যামেরন ডেলপোর্ট, রবার্ট ফাইলিঙ্ক, মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম হাসান, নজিবুল্লাহ জাদরান, সানজামুল ইসলাম, খালেদ আহমেদ, ইয়াসির আলি।