ওয়াকারের সংস্পর্শে সুফল পাচ্ছেন স্থানীয় বোলাররা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিপিএলের এবারের আসরে সময়টা ভালো যাচ্ছে না সিলেট সিক্সার্সের। তিন ম্যাচের মধ্যে দুটিতেই হেরেছে তারা। দলের ব্যাটসম্যানদের পারফর্মেন্স নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্ট। তবে দলটিকে আশা যোগাচ্ছে পেসারদের পারফর্মেন্স।
এবারের আসরের শুরু থেকে বল হাতে দারুণ ফর্মে আছে তাসকিন, আল-আমিনরা। বোলারদের পারফর্মেন্সের মূলে রয়েছে দলটির প্রধান কোচ ওয়াকার ইউনুস। স্থানীয় বোলাররা তাঁর সাথে কাজ করে দারুণ উপকৃত হচ্ছে বলে মনে করেন সিলেট সিক্সার্সের পেসার তাসকিন আহমেদ।

'আমরা যারা স্থানীয় বোলার আছি, আমরা সবসময় তাঁর সাথে কথা বলে শিখার চেষ্টা করছি। টি-টুয়েন্টি ফরম্যাটে যেন কল্পনীয় বোলিং না হয়, এই জিনিসটার উপর সে জোড় দেয়। শুধু জোড়ে না বা শুধু আস্তে না। দুইটার মিশ্রণে বোলিং, লাইন লেন্থ, স্পট বোলিং নিয়ে কাজ করছে।'
বল হাতে শুরু পারফর্মেন্স বাড়াতেই না। খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ানোর জন্যও কাজ করছেন এই পাকিস্তানী কোচ। এই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে নিজেদের পারফর্মেন্স বৃদ্ধি করতে পারবেন বলেই বিশ্বাস তাসকিন আহমেদের।
'সে অনেক প্রেরণা দিচ্ছে আমাদেরকে। সে আমাদের বিশ্বাস করানোর চেষ্টা করে আসলেই আমরা ভালো করতে পারব। আমাদেরকে দিয়ে সম্ভব। আমাদের সেই সামর্থ্য আছে। সে আমাদের অনেক আত্মবিশ্বাস দিচ্ছে। আশা করি সামনের ম্যাচে আমরা যারা বোলিং ইউনিটে আছি তারা তাঁর কাছ থেকে শিখে ভালো কিছু করব।'
ইউনুসের সাথে কাজ সুফল পেয়েছেন তাসকিন আহমেদও। গত ম্যাচে চিটাগংয়ের বিপক্ষে ৪ উইকেট নেয়ার পর ঢাকার বিপক্ষে ৩ উইকেট নিয়েছেন তিনি।