'সাব্বির-নাসিররা ম্যাচ উইনার'

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে ৩ ম্যাচ খেলে ফেলেছে সিলেট সিক্সার্স। দলটি জয়ের দেখা পেয়েছে মাত্র ১ ম্যাচে। দলের বেশ কয়েকজন তারকা ব্যাটসম্যান অফ ফর্মে রয়েছেন।
বড় রান গড়তে ব্যর্থ হয়েছেন লিটন, সাব্বির ও নাসিররা। এই কারণেই সিলেটের ব্যাটিংয়ের দুরবস্থা বলে মনে করেন অনেকে। তবে দলটির পেস তারকা তাসকিন আহমেদ মনে করেন দ্রুতই রানের মধ্যে ফিরবেন তারা।

ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তারা রান না করলে দলের ক্ষতি হয় ঠিকই। তবে তিনজনই ম্যাচ উইনার। তারা যেদিন হাত খুলে খেলতে পারবেন, সেদিন দল লাভবান হবে বলে বিশ্বাস তাসকিনের।
'সত্যি কথা বলতে ওরা যখন খেলতে নামে সেরাটা দিয়ে রান করার চেষ্টা করে। অবশ্যই ওরা রান না করলে দলের ক্ষতি হয়। আমার বিশ্বাস ওরা ভালো করবে। ওরা তিনজনই ম্যাচ উইনার প্লেয়ার। ওরা যেদিন হাত খুলে খেলতে পারবে দলকে ভালো কিছু দিবে।'
বিপিএলের আসর কেবল মাত্র শুরু হয়েছে। লম্বা সময় বাকি রয়েছে দলটির ঘুরে দাঁড়ানোর। বিশেষ করে সিলেটের মাটিতে দলটির পারফর্মেন্স অতুলনীয়। ফলে তাসকিন বিশ্বাস সামনের ম্যাচগুলোতে ভালো কিছু করার সামর্থ্য আছে সাব্বির, লিটন ও নাসিরদের।
'সব মিলিয়ে, আমি মনে করি সামনে আরও ম্যাচ আছে ওরাও ভালো কিছু করবে।'