২৫ রান বেশি পেয়েছিঃ সাকিব

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
অন্য ম্যাচগুলোর মতো শনিবারের ম্যাচেও বড় স্কোর করেছে ঢাকা ডায়নামাইটস। তবে সিলেট সিক্সার্সের বিপক্ষে এতো বেশি রান আশা করেননি ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসানও।

১৭৩ রান করা ঢাকার স্কোর আরও কম হতে পারতো ভেবেছিলেন তিনি। শনিবারের ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে সাকিব জানিয়েছেন,
'যা চেয়েছিলাম, তাঁর থেকে ২৫ রান বেশি পেয়েছি। ব্যাটে বলে দারুণ লড়াই করেছি আমরা। ছেলেদের কৃতিত্ব দিতেই হবে। বোলিংয়েও আমাদের উন্নতি হচ্ছে। ফিল্ডিংয়ে আমাদের আরও ভালো করতে হবে।'
এদিকে চলমান বিপিএলে টানা চারটি জয় পেয়েছে ঢাকা। এতগুলো জয় পাওয়ায় উচ্ছ্বসিত সাকিবও। সিলেটে নিজেদের পরবর্তী মিশন শুরুর আগে দলে কিছুটা পরিবর্তন আনারও চিন্তা করছেন সাকিব।
'এমন আসরে চার ম্যাচের মধ্যে চার ম্যাচেই জয় পাওয়া সহজ নয়। আমাদের ছোটো একটি বিরতি আছে। সিলেট যাওয়ার আগে আমরা পুনরায় দলগঠন করব। নুরুল নাঈমদের মতো স্থানীয় ছেলেরা ভালো খেলেছে।'