promotional_ad

আত্মবিশ্বাসের খোঁজ পেয়েছেন রনি

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের শুরু থেকেই রানের মধ্যে আছেন রনি তালুকদার। ঢাকা ডায়নামাইটসের হয়ে প্রথম ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি তিনি।


তবে, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে দারুণ শুরু করেছিলেন। খেলেছিলেন ২৮ ও ১৮ রানের ইনিংস। তবে ইনিংস লম্বা করতে পারেননি। তবে, এই ম্যাচে চার ছক্কার ফুলঝুরিতে রান বন্যা বইয়ে দিয়েছেন।


খেলেছেন ৩৪ বলে পাঁচ চার ও তিন ছক্কায় ৫৮ রানের ইনিংস। এই ইনিংসের সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি জানিয়েছেন এই ইনিংস তাকে পরবর্তী ম্যাচগুলোতে আত্মবিশ্বাস যোগাবে।



promotional_ad

 


'আমার বেশ ভালো লাগছে। উইকেট ভাল ছিল এখানে সহজেই ব্যাট করা যাচ্ছিল। এই ইনিংস আমাকে পরের খেলায??? আত্মবিশ্বাস যোগাবে। আমি সবসময় আমার পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করব।'


দলীয় ৪ রানে হযরতউল্লাহ জাজাইয়ের বিদায়ের পর ব্যাটিং করতে আসেন রনি। এরপর সুনীল নারিনের সঙ্গে তিনি দ্বিতীয় উইকেটে ৬৭ রানের জুটি গড়েন। মূলত এই জুটিতেই প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ওঠে ঢাকা ডায়নামাইটস।


এরপর সাকিব আল হাসানকে নিয়েও ৪৬ রানের জুটি গড়েন তিনি। রনি আউট হলে দলের মিডেল অর্ডার দাঁড়াতে ব্যর্থ হয়। তবে লোয়ার অর্ডারে সোহান ও নাঈমের ব্যাটে ১৭৩ রানের পুঁজি পায় ঢাকা। এই লক্ষ্য তাড়া করতে গিয়ে ৩২ রানের ব্যবধানে হেরেছে সিলেট সিক্সার্স।



 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball