আলো ছড়িয়ে অভিষেক নাঈমের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সিলেট সিক্সার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএলে অভিষেক হয়েছে বাংলাদেশের তরুণ উদীয়মান ব্যাটসম্যান নাঈম শেখের। অভিষেকেই খেলেছেন ২৩ বলে ২৫ রানের এক দারুণ ইনিংস।
দ্রুত উইকেট হারিয়ে বিপদে পড়েছিল ঢাকা। ১২৫ রানেই দলটি ৭ ব্যাটসম্যানকে হারিয়েছিল। সেখান থেকে নুরুল হাসান সোহানকে নিয়ে ৪৮ রানের অবিচ্ছন্ন জুটি গড়ে দলকে ১৭৩ রানের বড় পুঁজি এনে দিয়েছেন।

নাঈম বাংলাদেশ যুব দলের হয়ে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে খেলেছেন। সেখানেও রেখেছেন প্রতিভার সাক্ষর। নাঈমের ক্রিকেটে পথ চলা অবশ্য বেশি দিনের না। বছর চারেক আগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে ফরিদপুর জুনিয়র ক্রিকেট কোচিং ক্লাবে ভর্তি হন তিনি।
ফরিদপুর জেলার হয়ে সর্বোচ্চ রান করার পর, দুই বছর আগে ঢাকা বিভাগের হয়ে খেলে সর্বোচ্চ রান সংগ্রাহক হন এই তরুণ। শুধু তাই নয়, ২০১৬ সালে চ্যালেঞ্জ কাপে অংশ নিয়ে টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান হওয়ার কৃতিত্ব দেখান তিনি।
এরপর সরাসরি বাংলাদেশ যুব দলে জায়গা করে নেন। সেখানে ভালো খেলে বিশ্বকাপের দলে সুযোগ পান। ঢাকা প্রিমিয়ার লিগের গত আসরেও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তিনি।১২ ম্যাচে ৪৬.৩৩ গড়ে করেছেন ৫৫৬ রান।
এই রানের সুবাদে শীর্ষ দশ রান সংগ্রাহকদের মধ্যে ছিলেন তিনি। মূলত এই পারফর্মেন্সের কারণে ডায়নামাইটসের টিম ম্যানেজমেন্টের নজর কারেন তিনি। এভাবেই বিপিএলের মঞ্চে চলে আসেন নাঈম।