আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট ফ্রাইলিঙ্ক

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বিপিএলের ইতিহাসে প্রথম কোনো ম্যাচ গেল সুপার ওভারে। টান টান উত্তেজনা পেরিয়ে জয়ের হাসি শেষ পর্যন্ত হেসেছে চিটাগং। এর আগে খুলনার দেয়া ১৫২ রানের লক্ষ্যে খেলতে নেমে জয়ের অনেক কাছে চলে গিয়েছিল চিটাগং ভাইকিংস।


শেষ ৬ বলে তাদের দরকার ছিল ১৯ রানের। প্রথম বল মিস করেছিলেন আরিফুল। দ্বিতীয় বলে ৬ মেরে জয়ের আশা জাগান তিনি। এরপরের বলে আউট হয়ে যান। এরপর টানা দুই বলে ছয় মেরে ম্যাচ ড্র করে ফেলেন ফ্রাইলিঙ্ক।


promotional_ad

শেষ বলে ফ্রাইলিঙ্ক রান আউট হলে ম্যাচ সুপার ওভারে গড়ায়। এর মধ্যে শেষ ওভারে ফ্রাইলিঙ্কের দ্বিতীয় ছক্কার বলটি নিয়ে প্রশ্ন রয়েছে। বলটি ছিল ফুল টস। ফ্রাইলিঙ্ক ‘নো বল’ চেক করার জন্য আম্পায়ারের কাছে আবেদন করলেও সাড়া দেননি তাতে।


সুপার ওভারেও এমন একটি বল মোকাবেলা করতে হয়েছিল চিটাগং ভাইকিংসে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন ফ্রাইলিঙ্ক। তিনি জানিয়েছেন আম্পায়ারের এই সিদ্ধান্ত কিছুটা অন্যায়।


'আমি আম্পায়ারকে বলেছিলাম অন্তত চ্যাক নিরীক্ষা করার জন্য। আম্পায়াররা বলেছিলেন এটা তাদের নিয়মের মধ্যে নেই কিন্তু কিন্তু আমি বলতে পারিনি যে এটা কিছুটা অন্যায় ছিল।


সুপার ওভারে একটি ফুলটস ডেলিভারি ছিল, সম্ভবত এটাও কাছাকাছি ছিল। কিন্তু আম্পায়াররা একই সিদ্ধান্ত নিয়েছিলেন দুই দিক থেকে এবং আম্পায়ারের সম্পর্কে আপনাকে বলতেই হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball