আত্মবিশ্বাসী চিটাগাংয়ের মুখোমুখি কুমিল্লা

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) রবিবারের সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হবে চিটাগাং ভাইকিংস এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে ৬.৩০ মিনিটে।
আসরে এখন পর্যন্ত তিনটি করে ম্যাচ খেলেছে দুই দল। দুটি করে জয় পেয়েছে দুই দলই। রানরেটের সমীকরণে এগিয়ে থেকে পয়েন্ট তালিকায় এগিয়ে আছে চিটাগাং।

তবে দুটি ম্যাচ জিতলেও আত্মবিশ্বাসে যথেষ্ট ঘাটতি আছে কুমিল্লার। অস্ট্রেলিয়া থেকে না ফেরায় নিয়মিত অধিনায়ক স্টিভ স্মিথকে এই ম্যাচেও খেলছেন না।
ভারপ্রাপ্ত অধিনায়ক ইমরুল কায়েস অবশ্য বেশ আত্মবিশ্বাসী। এদিকে খুলনার বিপক্ষে সুপার ওভারে জিততে পেরে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে চিটাগাং।
অবশ্য শেষ পাঁচবারের দেখায় সর্বোচ্চ তিনটি জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
চিটাগং ভাইকিংস স্কোয়াডঃ- মুশফিকুর রহিম (অধিনায়ক), সানজামুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, আহমেদ আবু জায়েদ রাহি, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ আশরাফুল, রবিউল হক, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, নিহাদুজ্জামান, সাদমান ইসলাম, সিকান্দার রাজা, লুক রনকি, মোহাম্মদ শাহজাদ, নজিবুল্লাহ জাদরান, রবি ফ্রাইলিংক, ক্যামেরন ডেলপোর্ট ও দাসুন শানাকা।
কুমিল্লা ভিক্টোরিয়ানস স্কোয়াডঃ- তামিম ইকবাল, ইমরুল কায়েস (অধিনায়ক), মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদি হাসান, জিয়াউর রহমান, মোশরারফ হোসেন রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান শুভ, সঞ্জিত সাহা, শোয়েব মালিক, স্টিভেন স্মিথ, লিয়াম ডওসন, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, এভিন লুইস, ওয়াকার সালমা খাই ও আমের ইয়ামিন।