মিরাজের কাঠগড়ায় সৌম্যরা

ছবি: মেহেদী হাসান মিরাজ

|| ডেস্ক রিপোর্ট ||
আগের ম্যাচে ওয়ান ডাউনে নেমে সফল হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। কুমিল্লার বিপক্ষে ওপেনিংয়ে নেমে খেলেছেন ৩০ রানের ইনিংস। তাঁর ব্যাটে দারুণ শুরু হলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে রাজশাহী কিংস অল আউট হয়েছে ১২৪ রানে।
এই লক্ষ্য তাড়া করে কুমিল্লা জিতেছে ৫ উইকেটের ব্যবধানে। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে, রাজশাহী দলপতি মিরাজ হারের জন্য দলের ব্যাটসম্যানদের দায়ী করেছেন।

'আমাকে যখন বলা হয়েছে ওপেনিংয়ে নামতে পারবো কিনা। আমি বলেছি ইনশাল্লাহ পারব। টিম কম্বিনেশনের জন্য দরকার ছিল। আর শুরুটাও ভালো হয়েছিল। দুর্ভাগ্যবসত, নিয়মিত বিরতিতে উইকেট পড়ার জন্য আমরা পিছনে চলে গেছি। এটাই আমাদের সমস্যা ছিল।'
ওপেনিংয়ে মমিনুল হকের সঙ্গে ২০ রানের জুটি গড়েছিলেন মিরাজ। মমিনুল ফিরে যাওয়ার পর স্থায়ী হতে পারেননি সৌম্য সরকার, মোহাম্মদ হাফিজরা। চাপের মুখে উইকেট দিয়ে এসেছেন মিরাজও।
তাই নিয়মিত বিরতিতে উইকেট হারানোকে ম্যাচ হারার কারণ হিসেবে উল্লেখ করেছেন মিরাজ। তবে দলের সবাই দ্রুত রানের মধ্যে ফিরবেন বলে বিশ্বাস রাজশাহী কিংস দলপতির।
'সৌরভ ভাই আউট হওয়ার পর সৌম্য ভাই আউট হয়ে গিয়েছে। হাফিজ ভাই আউট হওয়ার পর আমি আউট হয়ে গেছি। আমাদের সমস্যা ছিল আমাদের নিয়মিত বিরতিতে উইকেট পড়েছে।'