মিডল অর্ডারকে দায়িত্ব নিতে বললেন ইমরুল

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আসরে তিন ম্যাচ খেলে ফেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যার মধ্যে দুটিতে জিতলেও তিনটি ম্যাচেই দারুণভাবে ব্যর্থ হয়েছে কুমিল্লার মিডল অর্ডার। রাজশাহীর বিপক্ষে জয়ের পরে কুমিল্লার মিডল অর্ডারের কাছে রান প্রত্যাশা করছেন দলের ভারপ্রাপ্ত অধিনায়ক ইমরুল কায়েস।
রাজশাহীর বিপক্ষেও আশানরুপ ফল করতে পারেনি কুমিল্লার মিডল অর্ডার। দলীয় ৬৫ রানে এক উইকেট যাওয়ার পরে ১০৯ রানের মধ্যে আরও চারটি উইকেট গিয়েছে তাঁদের।

এর আগের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাত্র ৬৩ রানে অলআউট হয়েছে দলটি। নিজেদের পরবর্তী ম্যাচেই মিডল অর্ডারকে ঘুরে দাঁড়াবে, বিশ্বাস ইমরুলের। ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে জানান,
'আমাদের বোলাররা দারুণ বল করেছে। ব্যাটসম্যানরা সেভাবে ভালো করেনি। আমাদের ওপেনাররা অবশ্য দুর্দান্ত খেলেছে। এতেই আমরা এগিয়ে গিয়েছি। মিডল অর্ডারের দায়িত্ব নিয়ে খেলা উচিত। আমরা শক্তিশালী হয়েই ফিরে আসবো।
এদিকে ইনজুরির কারণে আগেই দেশে ফিরে গিয়েছেন দলের অধিনায়ক স্টিভ স্মিথ। স্মিথকে পরের ম্যাচেও পাওয়া যাবে না বলে নিশ্চিত করেছেন ইমরুল।
'পরের ম্যাচে আমাদের আরও ভালো করতে হবে। সামনের ম্যাচেও স্মিথ খেলবে না। তাঁর এলবো ইনজুরি।'