ব্রাভো-সাকিবের পরই আফ্রিদি

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ডোয়াইন ব্রাভো ও সাকিব আল হাসানের পর ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টুয়েন্টি ক্রিকেটে কমপক্ষে ৪০০০ রান এবং কমপক্ষে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
এবারের বিপিএলে নিজের প্রথম ম্যাচেই ২৫ বলে ৩৯ রানের দুর্দান্ত এক ম্যাচ জয়ী ইনিংস খেলেছেন আফ্রিদি। আর এই ইনিংসের খেলার পথেই বিরল এই রেকর্ড গড়েছেন তিনি।

পাকিস্তানের জার্সি ছাড়া মোট ২৮৪ টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন আফ্রিদি। যেখানে তাঁর মোট রান ৪০৪৬। ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডারের শিকার ৩০৮ টি উইকেট।
এই তালিকায় সবার আগে প্রবেশ করেছেন সাবেক ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। এরপরে আইপিএলের গত আসরে খেলার সময় বাংলাদেশের সাকিব আল হাসানও দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছেন সেখানে।
আন্তর্জাতিক টি-টুয়েন্টি বাদে বিশ্বের বিভিন্ন আসর মিলিয়ে এখন পর্যন্ত ২৮২ টি ম্যাচ খেলেছেন সাকিব। যেখানে তাঁর রান সংখ্যা ৪৪৫৫ এবং উইকেট সংখ্যা ৩২৫ টি।
তালিকার শীর্ষে থাকা ব্রাভো বিভিন্ন আসর মিলিয়ে ৪২২ টি ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে সংগ্রহ করেছেন ৬০৮২ রান। বল হাতে তাঁর শিকার ৪৬৬ টি উইকেট।