promotional_ad

বিপদজনক হেলসকে ফেরালেন জহির

ছবিঃ- গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ-


রংপুর রাইডার্সঃ ৪৮/২ (৭ ওভার)
(রুশো ১৫*, মিঠুন ৬*)


বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইটান্স এবং রংপুর রাইডার্স। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এই ম্যাচটি শুরু হয়েছে সন্ধ্যা ৫.২০ মিনিটে। 


পাওয়ার প্লে'র পরেই প্যাভিলিয়নে হেলসঃ



promotional_ad

পাওয়ার প্লে'র পরে সপ্তম ওভারের প্রথম বলেই একটি চার ও একটি ছক্কায় নয় বলে ১৫ রান করা হেলসকে ফিরিয়েছেন খুলনা টাইটান্সের আফগান স্পিনার জহির খান।


বিপদজনক হওয়ার পথে রুশো-হেলসঃ


পাওয়ার প্লে'র শেষ দুই ওভারে ২২ রান নিয়েছেন রাইলি রুশো এবং অ্যালেক্স হেলস জুটি। চতুর্থ ওভারে মেহেদির উইকেট গেলেও দু'জনের দৃঢ়তায় পাওয়ার প্লে'তে এক উইকেটে ৪২ রান তুলেছে রংপুর।


সতর্ক শুরুর পর ফিরলেন মেহেদিঃ


রংপুরের ইনিংসের শুরু থেকেই দেখেশুনে খেলেছেন রংপুরের দুই ওপেনার মেহেদি মারুফ এবং রাইলি রুশো। রান করছিলেন ধীর গতিতে। এরপরে আলী খানের চতুর্থ ওভারের তৃতীয় বলে মেহেদিকে (৫) ফিরিয়েছেন আলী। 



টসঃ
ম্যাচটির শুরুতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনার অধিনায়ক মাহমুদুল্লাদ রিয়াদ। 


খুলনা টাইটান্স একাদশঃ মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্র্যাথওয়েট, তাইজুল ইসলাম, পল স্টার্লিং, শরীফুল ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, জহুরুল ইসলাম, আলী খান, জহির খান।


রংপুর রাইডার্স একাদশঃ অ্যালেক্স হেলস, মোহাম্মদ মিথুন, রাইলি রুশো, মেহেদি মারুফ, রবি বোপারা, বেনি হাওয়েল, ফরহাদ রেজা, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সোহাগ গাজি, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball