সতর্ক শুরুর পর ফিরলেন মেহেদি

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ-
রংপুর রাইডার্সঃ ২১/১ (৪ ওভার)
(হেলস ১*, রুশো ৭*)
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইটান্স এবং রংপুর রাইডার্স। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এই ম্যাচটি শুরু হয়েছে সন্ধ্যা ৫.২০ মিনিটে।

সতর্ক শুরুর পর ফিরলেন মেহেদিঃ
তাইজুলের প্রথম ওভারেই দশ রান এসেছে রংপুরের খাতায়। এর মধ্যে পাঁচ রান অবশ্য অতিরিক্ত। দ্বিতীয় এবং তৃতীয় ওভারে বেশ দেখেশুনে খেলেছেন রংপুরের দুই ওপেনার মেহেদি মারুফ এবং রাইলি রুশো।
আলী খানের সেই ওভারে নিয়েছেন মাত্র দুই রান। এরপরে শরিফুল ইসলামের তৃতীয় ওভারে এসেছে ছয় রান। চতুর্থ ওভারের তৃতীয় বলে মেহেদিকে (৫) ফিরিয়েছেন আলী।
টসঃ
ম্যাচটির শুরুতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনার অধিনায়ক মাহমুদুল্লাদ রিয়াদ।
খুলনা টাইটান্স একাদ???ঃ মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্র্যাথওয়েট, তাইজুল ইসলাম, পল স্টার্লিং, শরীফুল ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, জহুরুল ইসলাম, আলী খান, জহির খান।
রংপুর রাইডার্স একাদশঃ অ্যালেক্স হেলস, মোহাম্মদ মিথুন, রাইলি রুশো, মেহেদি মারুফ, রবি বোপারা, বেনি হাওয়েল, ফরহাদ রেজা, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সোহাগ গাজি, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম।