পাওয়ার প্লে'তেই ছিটকে গিয়েছিঃ মিরাজ

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিপিএলে অধিনায়কত্বের অভিষেকেই হারতে হল মেহেদি হাসান মিরাজকে। আর ম্যাচ হারের কারণ হিসেবে পাওয়ার প্লে তে ঢাকা ডায়নামাইটসের দানবীয় ব্যাটিংকে দায়ী করেছেন তিনি।
রাজশাহীর বিপক্ষে হযরতউল্লাহ জাজাই এবং সুনিল নারিন মিলে পাওয়ার প্লে'তে নিয়েছেন ৬৮ রান। ম্যাচের মাঝঅংশে নিয়ন্ত্রিত বোলিং করলেও পাওয়ার প্লে'র কারণেই ম্যাচ থেকে ছিটকে পড়েছে রাজশাহী মনে করছেন মিরাজ।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেহেদি হাসান মিরাজ জানিয়েছেন, 'পাওয়ার প্লে'তেই আমরা পিছিয়ে পড়ি। এরপরে আমরা আর আগাতে পারিনি।'
একইসাথে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন মিরাজ। আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৯ই জানুয়ারি খুলনা টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী কিংস।
'বিপিএলে অধিনায়কত্ব করা আমার জন্য ভালো একটি অভিজ্ঞতা ছিল। যদিও অনেক চাপে ছিলাম। আশা করি পরের ম্যাচে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়াবো।'; জানিয়েছেন মিরাজ।