promotional_ad

রুবেলের জোড়া আঘাত

ছবিঃ- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||
 
সংক্ষিপ্ত স্কোরঃ


রাজশাহী কিংসঃ ৫৯/৬ (১০ ওভার)
(বাবু ০*, মিরাজ ১*)


ঢাকা ডায়নামাইটসঃ ১৮৯/৫ (২০ ওভার)
(জাজাই ৭৮, হোম ৩৮, নারিন ৩৮; সানি ২/২৩)
 
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা উঠেছে আজ। দিনের দ্বিতীয় খেলায় মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে রাজশাহী কিংসের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৯ করেছে ঢাকা ডায়নামাইটস। জবাবে ব্যাটিং করছে রাজশাহী কিংস।



রুবেলের জোড়া আঘাতঃ


নবম ওভারে কিংসের দুটি উইকেট শিকার করেছেন রুবেল। দুই রান করা জাকির হাসানকে রাসেলের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন তিনি। এরপরে লম্বা সময় উইকেটে থাকা হাফিজকেও ফিরিয়েছেন তিনি। 


হাফিজ করেছেন ২৮ বলে ২৯ রান। ক্রিশ্চিয়ান জংকারও টিকতে পারেননি। মোহর শেখের বলে ফিরেছেন তিনি।  


রানআউটের শিকার ইভান্সঃ



promotional_ad

পাওয়ার প্লে'তে দুই উইকেটে ৪৫ রান তোলে মোহাম্মদ হাফিজ এবং লরি ইভান্স। পাওয়ার প্লে'র পরের ওভারের প্রথম বলেই রান আউটের শিকার হন ইভান্স (১০)।


ব্যর্থ হয়ে ফিরলেন সৌম্যওঃ


আন্দ্রে রাসেলের বলে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানকে ক্যাচ দিয়ে ফিরেছেন সৌম্য সরকারও। এদিনে মাত্র চার রান করতে পেরেছেন তিনি।


শুরুতেই ব্যর্থ মমিনুলঃ-


বড় লক্ষ্য তাড়ায় মাত্র ৮ রানে ফিরেছেন রাজশাহীর ওপেনার মমিনুল হক। সাকিবের বলে ডিপ মিড উইকেটে মিজানুরকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।  
ঢাকা ডায়নামাইটসের ইনিংস বিবরণঃ-


টসে হেরে ব্যাটিংয়ে নামেন ঢাকা ডায়নামাইটসের দুই ওপেনার সুনীল নারিন ও  হযরতউল্লাহ জাজাই। এই দুজনের ব্যাটে দারুণ শুরু পায় ঢাকা। শুরু থেকে দেখে শুনে খেললেও মিরাজের করা তৃতীয় ওভারে চড়াও হন জাজাই। 


সেই ওভারে তিনি তিন ছক্কায় তোলেন ২১ রান। এই দুজনের ব্যাটেই দলীয় অর্ধশতক পূরণ হয় ঢাকার। মাত্র ২২ বলে দারুণ এক অর্ধশতক তুলে নিয়েছেন আফগান তারকা জাজাই। অর্ধশতক তোলার পথে তিনি ৩টি চার ও ৫টি ছক্কার মার মেরেছেন। 



পাওয়ার প্লের ৬ ওভার শেষে দলটির সংগ্রহ দাঁড়ায় ৬৮ রান। এরপরে দুই ওপেনার জাজাই ও নারিনের ব্যাটে মাত্র ৯ ওভারেই দলীয় শতক তুলে নেয় ঢাকা। কিন্তু তারপরে সুনীল নারিন ৩৮ রান করে লং অনে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ফিরেন মোহাম্মদ হাফিজের বলে। 


এর মধ্যে দিয়ে নারিন ও জাজাইয়ের ১১৬ রানের জুটি ভাঙে। থিতু হতে পারেননি মেহেদিও ব্যক্তিগত ৭৮ রানে জাজাই মেহেদী হাসান মিরাজের বলে লং অনে সৌম্যর হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। ব্যর্থ ছিলেন ডায়নামাইটস দলপতি সাকিব আল হাসান। 


মাত্র ২ রান করে আরাফাত সানির শিকার হয়েছেন তিনি। কাইরন পোলার্ড ফিরেছেন মাত্র ৩ রান করে। তিনি আউট হয়েছেন কাইস আহমেদের বলে। এরপর সোহান ১ রান করে ফিরলে বিপর্যয়ে পড়ে ঢাকা। 


ষষ্ঠ উইকেটে দারুণ এক জুটি গড়ে ঢাকার বড় সংগ্রহ নিশ্চিত করেছেন আন্দ্রে রাসেল ও শুভাগত হোম। রাসেল করেন ১৯ বলে দুটি চার ও একটি ছয়ে ২১ রান। হোম করেছেন ১৪ বলে পাঁচটি চার ও দুটি ছয়ে ৩৮ রান।


ঢাকা ডায়নামাইটস একাদশ: সাকিব আল হাসান(অধিনায়ক), নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, শুভাগত হোম,রনি তালুকদার, মিজানুর রহমান, মোহর শেখ, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, সুনিল নারাইন,হযরতুল্লাজ জাজাই। 


রাজশাহী কিংস একাদশ : মেহেদী হাসান মিরাজ(অধিনায়ক), সৌম্য সরকার, মুমিনুল হক, মোস্তাফিজুর রহমান, জাকির হাসান, আরাফাত সানি, আলাউদ্দিন বাবু, মোহাম্মাদ হাফিজ, কায়েস আহমেদ, ক্রিশ্চিয়ান জংকার, লরি ইভান্স।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball