promotional_ad

বিগ ব্যাশ দিয়ে ফিরছেন ব্যানক্রফট

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


চলমান বিগ ব্যাশ লীগ দিয়ে আবারও ক্রিকেটে ফিরছেন বল টেম্পারিং ইস্যুতে নিষেধাজ্ঞা পাওয়া ক্যামেরন ব্যানক্রফট। আগামী রবিবার পার্থ স্কোরচার্সের জার্সিতে হোবার্ট হারিকেন্সের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে তাঁর। 


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিং কান্ডে নয় মাস নিষেধাজ্ঞার মেয়াদ ২৯শে ডিসেম্বর শেষ হচ্ছে অজি ক্রিকেটার ব্যানক্রফটের। আর তাই ১৩ সদস্যের স্কোয়াডে ব্যানক্রফটকে রেখেছে পার্থ টিম ম্যানেজমেন্ট। 


ব্যানক্রফটের ফেরার ব্যাপারে যথেষ্ট রোমাঞ্চিত তাঁর পার্থ সতীর্থ ঝাই রিচার্ডসন। তিনি জানিয়েছেন বর্তমানে কঠোর অনুশীলনের মধ্য দিয়ে নিজেকে তৈরি করছেন এই অজি। তাঁকে দলে পেয়ে সকলেই বেশ খুশি। রিচার্ডসনের ভাষ্যমতে,  



promotional_ad

'প্রত্যেকেই তাঁর ফেরার ব্যাপারটি নিয়ে রোমাঞ্চিত। সে যথেষ্ট ইতিবাচক রয়েছে এবং কঠোর অনুশীলন করছে। আমরা সকলেই অনেক রোমাঞ্চিত এবং তাঁকে দলে ফিরে পেয়ে অনেক খুশি।' 


দীর্ঘ নয় মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পরেও ব্যাটিংয়ে খুব একটা সমস্যা হবে না ব্যানক্রফটের, এমনটাই প্রত্যাশা রিচার্ডসনের। পাশাপাশি মাঠে এবং মাঠের বাইরেও এই অজি উইকেটরক্ষককে একজন দারুণ ব্যক্তিত্ব হিসেবে আখ্যা দিয়েছেন তিনি,


'সবকিছু ঘটার আগে আমরা দেখেছিলাম যে সে ব্যাট হাতে কতটা ভালো ছিলো। আমার মনে হয় না খুব একটা পরিবর্তন এসেছে তাঁর ব্যাটিংয়ে। তাঁকে দলে পাওয়া দারুণ কিছু, মানুষ হিসেবে সে মাঠের বাইরেও দারুণ এবং আমরা তাঁর সাথে আসলেই অনেক আন্তরিক,' বলেন রিচার্ডসন। 


এদিকে পার্থের প্রতিপক্ষ হোবার্ট হারিকেন্সের ব্যাটসম্যান জর্জ বেইলিও ব্যানক্রফটের ফেরা নিয়ে বেশ রোমাঞ্চিত। তাঁর ভাষায়, 'আমি কল্পনা করছি তারা (স্কোরচার্স) বেশ রোমাঞ্চিত তাঁকে দলে পাওয়ার ব্যাপারে। আমি জানি না স্কোরচার্সদের অনুভূতি কি, তবে আমি নিজে অবশ্যই তাঁর ফেরার বিষয়ে রোমাঞ্চিত।'



উল্লেখ্য নিষেধাজ্ঞায় থাকা ব্যানক্রফট গত নয় মাসে পার্থের ক্লাব উইলেট্টনে অনুশীলন করে নিজেকে খেলার মধ্যে রেখেছিলেন। এবার বিগ ব্যাশ দিয়ে নতুন করে যাত্রা শুরু করতে যাচ্ছেন পার্থের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball