ঘুরে দাঁড়ানোর লড়াই পার্থের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিগ ব্যাশ লিগের (বিবিএল) নবম ম্যাচে বুধবার পার্থ স্কোর্চার্সের বিপক্ষে মাঠে নামছে অ্যাডিলেড স্ট্রাইকার্স। পার্থ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সোয়া ২টায়।
এবারের আসরে পার্থের শুরুটা মোটেই ভালো হয়নি। তারা নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরেছে। প্রথম ম্যাচে মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ৪ উইকেটের ব্যবধানে হেরেছিল দলটি।
দ্বিতীয় ম্যাচে সিডিনি সিক্সার্সের বিপক্ষে তারা হেরেছে ১৭ রানের ব্যবধানে। এদিকে, অ্যাডিলেড স্ট্রাইকার্স টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ব্রিসবেন হিটের বিপক্ষে ৫ উইকেটের বড় জয় দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করেছে।

তবে দ্বিতীয় ম্যাচে মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ৫ উইকেটের ব্যবধানে হেরে হোঁচট খেয়েছে দলটি। ফলে, এই ম্যাচ দিয়ে আবারও জয়ের ধারায় ফিরতে চাইবে দলটি।
দুই দলের লড়াইয়ে এখন পর্যন্ত পরিসংখ্যানে এগিয়ে পার্থ। দুই দল মোট ১২টি ম্যাচে একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে। এরমধ্যে ৭ ম্যাচে জয় পেয়েছে পার্থ।
আর বাকি ৫ ম্যাচে জয় অ্যাডিলেড স্ট্রাইকার্সের। সবশেষ দেখায়ও জয় নিয়েই মাঠ ছেড়েছিল পার্থ। সেই ম্যাচে তারা স্ট্রাইকার্সকে হারিয়েছিল ৪ উইকেটের ব্যবধানে।
পার্থ স্কোর্চার্স একাদশ (সম্ভাব্য):
ডেভিড উইলি, অ্যাশটন টার্নার, হিলটন কার্টরাইট, অ্যাশটন অ্যাগার, উইলিয়াম বোসিস্তো, নাথান কোল্টার-নাইল, ঝাই রিচার্ডসন, অ্যান্ড্রু টাই, জেসন বেহেনড্রফ, স্যাম হুইটম্যান এবং মাইকেল ক্লিঞ্জার।
অ্যাডিলেড স্ট্রাইকার্স একাদশ (সম্ভাব্য):
কলিন ইনগ্রাম (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, জেক ওয়েদারল্ড, ম্যাথু শর্ট, জনাথন ওয়েলস, জেক লেহম্যান, মাইকেল নেশার, রশিদ খান, ক্যামেরন ভ্যালেন্টে, বেন লফলিন এবং বিলি স্ট্যানলক।