আইপিএল অভিষেকের অপেক্ষায় লিভিংস্টোন

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) খেলার সুযোগ পাওয়া বেশ রোমাঞ্চিত ইংলিশ ব্যাটসম্যান লিয়াম লিভিংস্টোন।
ল্যাঙ্কাশায়ারের এই ব্যাটসম্যান আইপিএলে খেলবেন রাজস্থান রয়্যালসের হয়ে। আইপিএল অভিষেকের দ্বারপ্রান্তে থাকা লিভিংস্টোন সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন,
'এটি আসলেই একটু আশ্চর্যের ব্যাপার। আপনার নাম আসলো এবং এরপর নিলাম শুরু হলো। দল পাওয়াটা আসলেই অনেক দারুণ একটি অনুভূতি।'

আইপিএলে খেলার জন্য বেশ মুখিয়েই আছেন লিভিংস্টোন। টুর্নামেন্টটিতে মাঠে নামার সুযোগ হলে নিজেকে প্রমাণ করতেও বদ্ধপরিকর তিনি। লিভিংস্টোনের ভাষ্যমতে,
'আমি সেখানে (আইপিএল) খেলতে মুখিয়ে আছি এবং যতটা সম্ভব এখান থেকে শিখতে চাই। আশা করি আমি সুযোগ পাবো পারফর্ম করার এবং দেখাতে পারবো আমার সক্ষমতা।'
উল্লেখ্য এবারের আইপিএলে ২৫ বছর বয়সী লিভিংস্টোনকে ৫৫ হাজার রুপিতে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ। সেখানে সতীর্থ হিসেবে লিভিংস্টোন পাচ্ছেন স্টিভ স্মিথ, জস বাটলার, বেন স্টোকসদের মতো ক্রিকেটারদের।
এখন পর্যন্ত মোট ৫১টি টি টুয়েন্টি ম্যাচ খেলেছেন লিভিংস্টোন। যেখানে ২৬.৪২ গড়ে ১১১০ রান সংগ্রহ করেছেন তিনি। তাঁর ব্যাটিং স্ট্রাইক রেট ১৪৫.৪৭। এছাড়া প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন ৪৩টি। যেখানে তাঁর ৪০.৬২ গড়ে ২৩৫৬ রান নিয়েছেন এই ইংলিশ।
রাজস্থান রয়্যালস স্কোয়াডঃ
মানান ভোহরা, আজিংকা রাহানে, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), আরিয়ামান বিরলা, প্রশান্ত চোপড়া, রাহুল ত্রিপাঠি, স্টিভ স্মিথ, জস বাটলার (উইকেটরক্ষক), রিয়ান পরাগ, অ্যাস্টন টার্নার, এস রঞ্জন, লিয়াম লিভিংস্টোন, শশাঙ্ক সিং, কৃষ্ণাপ্পা গৌতম, শ্রেয়াস গোপাল, স্টুয়ার্ট বিনি, বেন স্টোকস, জোফরা আর্চার, ইশ সোধি, এম লরমোর, ওশানে থমাস, বরুন আরুন, জয়দেব উনাদকাট, ধাওয়াল কুলকার্নি, এস মিধুন।