promotional_ad

পিছিয়ে থেকেও ফেভারিট ম্যাক্সওয়েল-ব্রাভোরা

ছবিঃ- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিগ ব্যাশ ক্রিকেট লীগের (বিবিএল) অষ্টম আসরের সপ্তম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে হোবার্ট হ্যারিকেন্স এবং মেলবোর্ন স্টারস। হোবার্টের বেলারিভ ওভালে সোমবার দিন বাংলাদেশ সময় সকাল ১০.১৫ মিনিটে অনুষ্ঠিত হবে দুই দলের লড়াই।


চলতি মৌসুমে দুই দলই খেলেছে একটি করে ম্যাচ। মেলবোর্নের তারকারা নিজেদের প্রথম ম্যাচে হেরে গেলেও জয় পেয়েছে হ্যারিকেন্স। তবে মেলবোর্নের বিপরীতে ২০১৪ সালের পরে জয় পায়নি হ্যারিকেন্স।


শেষ তিনবারের দেখায় জিতেছে মেলবোর্ন। তাই এবার পিছিয়ে থেকেও কিছুটা ফেভারিট গ্লেন ম্যাক্সওয়েলের দল। এদিকে বরাবরের মতো এবারও দুইটি দল তারকায় ভরা।   



promotional_ad

ম্যাথু ওয়েডের হ্যারিকেন্সে যেমন আছেন ডা'রসি শর্ট, জর্জ বেইলি, জেমস ফকনার, জোহান বোথা, জোফরা আর্চারের মতো তারকারা। 


ঠিক তেমনি মেলবোর্নেও আছেন মারকাস স্টয়নিস, ডোয়াইন ব্রাভো, অ্যাডাম জাম্পা, সন্দীপ লামিচানের মতো তারকারা।


ভারতের সঙ্গে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত সময় পার করায় টিম পেইন, পিটার হ্যান্ডসকম্বদের মিস করতে হচ্ছে এই ম্যাচটি।


হোবার্ট হ্যারিকেন্স দলঃ-  ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক ও অধিনায়ক), ডা'রসি শর্ট, অ্যালেক্স ডুলান, বেন ম্যাকডার্মট, জর্জ বেইলি, সাইমন মিলেনকো, জেমস ফকনার, জোহান বোথা, জোফরা আচার, ক্লাইভ রোজ, রাইলি মেরেডিথ, জেক ডরান, ডেভিড মুডি।



মেলবোর্ন স্টারস দলঃ- ট্র্যাভিস ডিন, বেন ডুঙ্ক (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল (অধিনায়ক), মার্কাস স্টয়নিস, ডোয়াইন ব্রাভো, নিক লারকিন, ইভান গুলবিস, অ্যাডাম জাম্পা, সন্দীপ লামিচানে, জ্যাকসন কোলম্যান, মাইকেল বিয়ার, জ্যাকসন বার্ড, স্কট বোলান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball